আজ থেকে প্রায় ৬৫ বছর আগে #২১_ফেব্রুয়ারীর
দিনে ভাষার জন্য কিছু মানুষের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাংলা
ভাষায় কথা বলার রাষ্ট্রীয় স্বাধীনতা দিয়েছেন। [এটা শুকরিয়া আদায়ের বিষয়]
◄◄ কিন্তু ►►
◘ ঐ দিনেই যখন সম্মান দেখাতে গিয়ে কিছু মুসলিমরা মুর্খের মত
কোন খাম্বায়/বেদীতে ফুল দেয় (যে ফুল দিন শেষে ডাষ্টবিনে গিয়ে পঁচে + টাকার অপচয় হয়) অথবা
"অমর একুশে" বলে (যেখানে আল্লাহ ছাড়া কেউই অমর না) অথবা
নাচ-গানের আয়োজন করে (যেখানে এগুলো হারম)
তখন স্বভাবতই প্রশ্ন জাগবে
◘ অথচ আমরা মুসলিমরা এর চাইতেও ভয়াবহ জঘন্য অপরাধ করে যাচ্ছি যেটা মরে যাওয়ার পরে আল্লাহর সামনে জবাব দেয়ার মত কোন সুযোগ থাকবে না।
SARCASM
◄◄ কিন্তু ►►
◘ ঐ দিনেই যখন সম্মান দেখাতে গিয়ে কিছু মুসলিমরা মুর্খের মত
কোন খাম্বায়/বেদীতে ফুল দেয় (যে ফুল দিন শেষে ডাষ্টবিনে গিয়ে পঁচে + টাকার অপচয় হয়) অথবা
"অমর একুশে" বলে (যেখানে আল্লাহ ছাড়া কেউই অমর না) অথবা
নাচ-গানের আয়োজন করে (যেখানে এগুলো হারম)
তখন স্বভাবতই প্রশ্ন জাগবে
"আদৌ কি আমরা শিক্ষিত মুসলিম?"◘ ইতিহাস থেকে একটা বিষয় শেখার আছে যে, "ইয়াহুদী (একটা নিকৃষ্ট জাতি হয়েও) মূসা আঃ এর মাধ্যমে ফিরাউন এর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিলো ... কিন্তু তারা ঐ স্বাধীনতার খুশীতে কোন খাম্বা/মুর্তিতে ফুল দেয় নাই বা নাচ-গান করে নাই বরং তারা ঐ দিন শুকরিয়া আদায়ের জন্য আশুরার সিয়াম রাখতো"।
◘ অথচ আমরা মুসলিমরা এর চাইতেও ভয়াবহ জঘন্য অপরাধ করে যাচ্ছি যেটা মরে যাওয়ার পরে আল্লাহর সামনে জবাব দেয়ার মত কোন সুযোগ থাকবে না।
SARCASM
২১ শে ফেব্রুয়ারী সম্পর্কে যাহা জানিঃ
"ইহা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ...ভাষার জন্য এদিন প্রান দেয়া হয়েছে"
যাহা জানি নাঃ
"আজ ৯ই ফাল্গুন ১৪২২ বাংলা সন""শাহীদ (একটি আরবী শব্দ) মিনার (একটি উর্দু শব্দ)"সঠিক বাংলাঃ "আত্মবলিদাতা খাম্বা"
আসুন বাংলা ভাষাকে জানি ... ইহাকে প্রয়োগ করি এবং আরবী ও উর্দু ভাষার আগ্রাসনকে রোধ করি।