Monogatari [9]: হিসাব



[খেলা-রাষ্ট্রীয় ভ্রমণ-আনন্দের জন্য খরচ করে জনগণের টাকার অপব্যবহারের কারণে বর্তমানের শাসকগুলো (ইন শা আল্লাহ) হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে বিনা হিসেবেই জাহান্নামে চলে যেতে পারে ... উদাহরন নিচের ঘটনাটি]
জনৈকের ছোট ছেলে একটা ব্রোঞ্জের টুকরো নিয়ে খেলছিলো...
[সেটা দেখে] জনৈক বললেনঃ এটা কোথায় পেয়েছো?
ছেলেঃ Treasurer আমাকে দিয়েছে।
জনৈক ছেলেকে নিয়ে তাড়াতাড়ি Treasurer এর কাছে গেলো।
জনৈকঃ এই ব্রোঞ্জের টুকরো আপনি কেন দিয়েছেন?
Treasurer: আসলে! আমি কোষাগারের সম্পদ হিসাব করে দেখলাম এই এক টুকরা ব্রোঞ্জ ছিলো ... তাই আপনার ছেলেকে খেলতে দিলাম।
................ জনৈক রাগে লাল হয়ে গেলেন ............
জনৈকঃ আফসোস! তুমি কি আর কোন লোক পেলে না যে হারম খায়!! আমার সন্তানকেই পেলে? যাও ব্রোঞ্জের টুকরাটা যেখনে ছিলো সেখানে রেখে দাও।
বি.দ্রঃ জনৈক = উমার [রদ্বিয়াল্লাহু আনহু]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন