► ইলিয়াসী তাবলীগ পর্বঃ ৪◄

► ইলিয়াসী তাবলীগঃ The চিল্লার পার্টি পর্বঃ ৪
তাবলীগের এ পর্বে যে বিষয়টি তুলে ধরব যেটা হল, #শিরক।
এত বড় একটা জাম'আত যেখানে মুল সিলেবাস হল বিষ-খ্যাত ফাজায়েলে আমাল সেই বইয়ের সম্পর্কে কিছু ফ্যাক্টস জেনে নেইঃ
♦১. শিরকি-বিদ'আতি-কুফুরী বইঃ ফাজায়েলে আমাল
♦২. লিখকঃ মাওলানা যাকারিয়া ছাহেব স্কান্ধলভী (বিদ্রঃ তিনি ইলিয়াস আহমেদ এর #জামাই)

♥ প্রশ্ন হল কেন শিরক বই প্রথমে বললাম?
তার আগে একজন মুসলিম হিসেবে মুসলিম ভাই-বোনদের একটা প্রশ্ন করি আশা করি এতটুকু জ্ঞান সবার আছে।
♥ প্রথম প্রশ্নঃ কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ব্যাতিত অন্য কারো সন্তুষ্টির জন্য কোন ইবাদাত করে তাহলে সেটা কি হবে?
►উত্তরঃ এক কথায় শিরক (রিয়া) এবং অনেক ক্ষেত্রে এই শিরক বড় শিরক।

♥ দ্বিতীয় প্রশ্নঃ আচ্ছা কেউ যদি আরেকজনের সন্তুষ্টির হাসিল করে এর উছীলায় আল্লাহর নিকট নাজাত চায় তাহলে সেটা কি হবে?
◄উত্তরঃ সোজা কথায় এই কাজেও স্পষ্ট #শিরক।
কেননা,
#একমাত্র আল্লাহর সন্তষ্টির জন্য আমাদের ইবাদাত করতে হবে এমনকি আমাদের দৈনন্দিন পড়াশুনা, খাওয়াদাওয়া, সমাজসেবা সবকিছু আল্লাহর জন্যই করতে হবে। নয়তবা সব #শিরক হবে। আশা করি বুঝাতে পেরেছি।

এবার আসি আমাদের #লিখক ফাজায়েলে আমাল এর শুরুতে #ভুমিকার পৃষ্ঠা (ঘরে বইটা থাকলে ভুমিকাটা দেখে নিন) লিখেছেনঃ
▄ ▌"এত বড় বজুর্গের সন্তুষ্টি হাসিল করা আমার পরকালে নাজাতের উসীলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই ।" ▌▄

► মানে তিনি বইটা তার #শ্বশুর এর #সন্তুষ্টির জণ্য লিখে আল্লাহর কাছে নাজাত চেয়েছেন। এখন উপরের প্রশ্ন-উত্তর এর সাথে মিলিয়ে নিন বেচারা লিখক শুরুতেই যদি #শিরক দিয়ে #START করে তাহলে সে বইয়ের ভিতরে কি থাকতে পারে!

ইন শা আল্লাহ আরো সপ্নের জগতের #গাজাখুরি বয়ান নিয়ে ইলিয়াসী তাবলীগ এর সত্য উম্মোচন করব পরের পর্বে।


«««পর্বঃ ৩  _____________________________     পর্বঃ »»»
নবীনতর পূর্বতন