মুদ ও সা'আ এর Replica Version
ছবিগুলোতে যে পাত্রটি দেখা যাচ্ছে সেটা যায়িদ ইবনে সাবিত (রঃ) এর ১ মুদ (প্রায় 404 সেমি কিউব) এর পাত্রের Replica যেটা মাদিনাতে বিক্রি হয় (দুই রকমেরঃ একটা তামার আরেকটা সিলভারের) এখানে পাত্রটির সার্টিফাইড replica ভার্সন সহ তার চারপাশের ছবি দেয়া হল।
বিদ্রঃ রসুল (সঃ) অজুতে ১ মুদ আর গোসলে ৩-৫ মুদ পানি (১ সা'আ) ব্যাবহার করতেন। [এখান থেকে সা'আ এর একটা ধারনা পাওয়া যায় ইন শা আল্লাহ]