►Particle Physics for Dummies: পর্বঃ ১◄
স্বাভাবিকভাবে বর্তমান বিজ্ঞান যতটুকু জেনেছে সেই থেকে বলা যায় পুরো #মহাবিশ্ব তৈরি করতে যেসব পরমানু কনিকা লাগে তার লিস্ট হলঃ
♥ ৩. বোসনঃ বোসন(যেসব কনা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে) টাইপের কনা হল মোট চারটি –
#গ্লুওনঃ সবচেয়ে শক্তিশালী বল নিউক্লিও force কিন্তু এই কনা বহন করে।
#w আর #z পার্টিকেলঃ দুর্বল নিউক্লিও বল এরা বহন করে।
এবার বাকি দুটি কনার অধীনে যে সব ক্ষুদ্র কনা আছে তাদেরকে এক সাথে বলা হয়ঃ ফার্মিওন (যেসব কনা ফার্মি-ডিরাক পরিসংখ্যান মেনে চলে)
এই ফার্মিওন মুলত ২ প্রকারঃ আগেই বলা হয়েছে –
» » » » » » ২. লেপ্টনঃ এই টাইপের মধ্যে যেসব ক্ষুদ্র কনিকা থাকে তারা হল-
#নিউট্রিনো-এতে কোন চার্জ থাকে না #নন-নিউট্রিনো – এতে চার্জ থাকে
» » » » » »১. কোয়ার্কঃ কনার সবচেয়ে ক্ষুদ্র একক। এটা ৬ প্রকারের ছবিতে দেখুন।
মুলত প্রোটন আর নিউট্রন এই কনা গুলো #হ্যাড্রন নামের কোয়ার্ক দ্বারা তৈরি।
খেয়াল করুন, এজন্য প্রোটন এর একটা + চার্জ আর নিউট্রনের ০ চার্জ আছে।
পরবর্তীতে আরো কিছু দেয়া হবে সে পর্যন্ত এতটুকুই গলধঃকরন করা দরকার।
স্বাভাবিকভাবে বর্তমান বিজ্ঞান যতটুকু জেনেছে সেই থেকে বলা যায় পুরো #মহাবিশ্ব তৈরি করতে যেসব পরমানু কনিকা লাগে তার লিস্ট হলঃ
♦১. কোয়ার্ক ♦২. লেপ্টন ♦৩. বোসনএদের ব্যাপারে পরিচিত হইঃ (শেষ থেকে শুরু করি)
♥ ৩. বোসনঃ বোসন(যেসব কনা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে) টাইপের কনা হল মোট চারটি –
» » » » » » ১. #ফোটন ২. #গ্লুওন ৩. W পার্টিকেল ৪. Z পার্টিকেল#ফোটনঃ এই ক্ষুদ্র কনিকা গুলো electro-magnetic force বহন করে।
#গ্লুওনঃ সবচেয়ে শক্তিশালী বল নিউক্লিও force কিন্তু এই কনা বহন করে।
#w আর #z পার্টিকেলঃ দুর্বল নিউক্লিও বল এরা বহন করে।
এবার বাকি দুটি কনার অধীনে যে সব ক্ষুদ্র কনা আছে তাদেরকে এক সাথে বলা হয়ঃ ফার্মিওন (যেসব কনা ফার্মি-ডিরাক পরিসংখ্যান মেনে চলে)
এই ফার্মিওন মুলত ২ প্রকারঃ আগেই বলা হয়েছে –
» » » » » » ২. লেপ্টনঃ এই টাইপের মধ্যে যেসব ক্ষুদ্র কনিকা থাকে তারা হল-
#নিউট্রিনো-এতে কোন চার্জ থাকে না #নন-নিউট্রিনো – এতে চার্জ থাকে
» » » » » »১. কোয়ার্কঃ কনার সবচেয়ে ক্ষুদ্র একক। এটা ৬ প্রকারের ছবিতে দেখুন।
মুলত প্রোটন আর নিউট্রন এই কনা গুলো #হ্যাড্রন নামের কোয়ার্ক দ্বারা তৈরি।
খেয়াল করুন, এজন্য প্রোটন এর একটা + চার্জ আর নিউট্রনের ০ চার্জ আছে।
পরবর্তীতে আরো কিছু দেয়া হবে সে পর্যন্ত এতটুকুই গলধঃকরন করা দরকার।