» » পরকালঃ Aftermath of Quantum Mechanics পর্বঃ ৪◄▓




আগের পর্বে আমরা কিছু info নিয়ে কথা বলেছিলাম এখন দেখবো সর্বশেষ পরিনতি এর অবস্থা। যেহেতু মহাবিশ্ব বাড়ছেই ক্রমাগত তাই এর ঘনত্ব ও কমছে (বেলুন বাড়তে থাকলে এটা পাতলা হতে থাকে) একইভাবে এক সময় মহাবিশ্ব বুম করে পিছন দিকে যেতে মানে ধংস হতে বাধ্য তখন হতে পারে,
♥ মহাবিশ্বটা মহাবিস্ফোরন এর মাধ্যমে নতুনভাবে আরেকটা সৃষ্টি হবে অথবা
এই মহাবিশ্বটা একটা ব্লাকহোলের মাঝে হারিয়ে ঐ ব্লাকহোলের আরেকপ্রান্তে বিগ বাং হতে পারে। তবে বিগ ব্যাং হওয়াটাই বেশি মিলে। তার আগে আমরা জানব যে ► এই মহাবিশ্বটা আসলে কি রকম?
» ১. #গোল/ উপবৃত্তাকার »২. নাকি #সমান #কাগজের sheet এর মত





╫ ► একটা পরীক্ষা বিজ্ঞানীরা space-laser এ করলেন, সহজভাবে বলছিঃ
আমরা যদি একটা বিন্দু থেকে একটা কোন তলে বা পৃষ্ঠে আঁকি তাহলে সেটা ২ রকম ফলাফল দিতে পারে।
♥ ১. যদি তলটা #সমতল হয় তাহলে সেটা ১৮০ ডিগ্রী কোনের একটা ত্রিভুজ করবে। চিত্রঃ ১
♥ ২. যদি তলটা #বাকানো থাকে তাহলে সেটা কিছুটা বেশি ডিগ্রী কোনে স্থুলকোন তৈরি করবে। চিত্র- ২

তো #ধরূন ঐ বিন্দুটা হল এই #পৃথিবী, আর একটা লেজার আলোর সাহায্য নিয়ে আমরা বিশাল #মহাবিশ্বের দিকে একটা #ত্রিভুজ তৈরি করার চেষ্টা করি। এবং অবিশ্বাস্য ভাবে দেখা যায় যে এই মহাবিশ্বঃ 
▓ ►  “সমতল বা FLAT” ◄ ▓
♥ অর্থাৎ আমরা বলতে পারি মহাবিশ্বটা একটা ২ #ডাইমেনশনাল একটা কাগজের মত। যা উপরে সব কিছু ভর দিয়ে বসে আছে। কিন্তু আমরা জানিনা এটা কি চারকোনা, নাকি তিন-কোনা, নাকি গোল!!! তবে ধরনা করা যায় যে বিস্ফোরনের নিয়মানুযায়ী এটা প্লেটের মত গোল ও স্বাভাবিক ভাবে বর্ধনশীল।(অনেকটা #রুটি চাললে বড় হয়)
তাহলে এই মহাবিশ্ব যখন #ধ্বংস হবে তখন সেটা বেলুনের মত ফুটে যাবে না বরং এটা #কাগজের মত #গুটিয়ে যাবে। আর আল্লাহ বলেনঃ
» ◄ » ►    » ◄ » ►    » ◄ » ►
يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ
অর্থঃ সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। (সুরা আম্বিয়াঃ ১০৪)
আল্লাহু আকবার!! কত সুন্দর ব্যাখ্যা।
» ◄ » ►    » ◄ » ►    » ◄ » ►
এবং আল্লাহ যেহেতু বলেছেন তিনি আবার সৃষ্টির #পুনরাবৃত্তি করবেন তার মানে গুটানো কাগজ এর আরেক #মাথা থেকে ছড়ানো শুরু হবে #নতুন #মহাবিশ্বের (আল্লাহু আ’লেম)
আজ এতটুকুই দেয়া হল ইন শা আল্লাহ সামনে আরো অবাক ও মজার বৈজ্ঞানিক তথ্য দেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন