হঠাৎ করে চারপাশে অনেক ভাই-বোনের পর্যায়ক্রমে বিভিন্ন ফিতনা- বিপদ-আপদ, রোগ শোক, কষ্ট, দুর্ঘটনা, বিদ্বেষ, রিজিকের সমস্যায় আছে দেখলাম ও শুনলাম এতে দু'আ ছাড়া কিছুই করার পেলাম না।
►যদিও যার অবস্থা দুরুহ সেই একমাত্র বোঝে কি কষ্ট এই সময়গুলো ... ...
কিন্তু যাদের এরুপ অবস্থা তাদের জন্য সামান্য হলেও একটা লিখা যেন তারা নিজেদের
♦ সান্তনা দিতে পারে নয়ত তাদের ♦ শুধরাতে পারে...
♥ প্রথমত POSITIVE side দেখা যাক,
»» #কেন এই ফিতনা কেন এই কষ্টকর সময়?
►উত্তর (যারা মু'মিন তাদের জন্য) সাধারন, আল্লাহ ঈমান #অনুযায়ী মানুষকে #পরীক্ষার ফেলেন। ভালো করে খেয়াল করুন ভাই বা বোন, ▓ পরীক্ষায় ফেলেন ▓ এর মানে আল্লাহ যাকে #পছন্দ করেন তাদেরকেঃ রোগ-শোক, দুখঃ কষ্ট, বিপদ, ক্ষুধা ইত্যাদি দিয়ে কষ্টে ফেলে পরীক্ষা করেন যেন,
১. সেই ব্যাক্তি ধৈর্যহারা না হয়★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
২. আল্লাহর কাছে বেশি বেশি দু'আ করে
৩. আল্লাহ তার মর্যাদা বা বড় পুরষ্কার দেবেন
♥ দ্বিতীয়ত, NEGATIVE side দেখা যাক,
»» কেন এই কষ্ট কেন এই ফিতনা কেন এই ঝামেলা?
উত্তর সাধারন, (যারা মু'মিন নয় তাদের জন্য) আল্লাহ তাদের এই সমস্যায় ফেলেন তিনি,
১. দেখতে চাচ্ছেন তাদের মধ্যে কোন ভালো পরিবর্তন আসে কি না!!
২. তাদের সাময়িক শাস্তি দিচ্ছেন warning হিসেবে
৩. অথবা তাদের সাময়িক শাস্তি দিচ্ছেন এবং পরকালে শাস্তি আরো বেশি আছে।
► প্রশ্ন হলঃ আমি আপনি এখানে কোনটি বা কি বুঝে পরবর্তী পদক্ষেপ নিব?
আল্লাহ আমাদের সকল প্রকার ফিতনা, কষ্ট, দুর্দশা , রিজিকের সমস্যা দূর করে দিন আমাদের সকল পরীক্ষা থেকে হেফাযাতে রাখুন কারন আমরা অতি অতি #দুর্বল ঈমানের এক জাতি এবং আমাদের মধ্যে নি'আমতেগুলোর বুঝার ও শুকরিয়া আদায়ের তাওফীক দিন। আমিন।