►প্রথম তিন মিনিটের পুর্বেঃ The MULTIVERSE◄

►প্রথম তিন মিনিটের পুর্বেঃ The MULTIVERSE

মহাবিশ্বের দিকে তাকালে এখনো পর্যন্ত যে দুটি #অসঙ্গতি দেখা যায় সেগুলো হলঃ
✘ ১. Horizon problem (দিগন্ত)  ✘ ২. Flatness problem (সমতল)

◐ #Horizon problem » একটু মহাবিশ্বের দৃশমান চারপাশে #তাকান ... দেখবেন কেমন যেন সব একই সমান বা ►সম-পরিমানে◄ ছড়ানো।

আপনি যদি ১৪ বিলিয়ন আলোকবর্ষ #ডানে A তে তাকান

ⓐ___________________ ㊛ ------------------------------ⓑ

আবার ১৪ বিলিয়ন আলোকবর্ষ #বামে B তে তাকান

দেখা যায় যে সব বস্তু গুলো সমান পরিমানে ও তাপমাত্রাও #সমান পরিমানে #DISTRIBUTED আছে। অথচ এই ২৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে কিছুটা হলেও তারতম্য থাকা উচিৎ নয় কি?

◑ #Flatness problem » আপনি জানেন পৃথীবি গোল !! কিন্তু তারপরেও কোন বিশাল মাঠে গেলে দেখবেন সেটা দিগন্তে #মিলিয়ে গেছে অথচ দেখতে পুরো সমতল :O
মহাবিশ্বের ক্ষেত্রেও হিসাবে দেখা গেছে প্রতি স্থানের ঘনত্ব এতই সমমাত্রায় যে আমাদের ►মহাবিশ্ব আসলে সমতল◄ -_-

আর এ থেকেই বিগ ব্যাং এর দফা রফা শুরু কেননা এসব সমস্যা এই থিওরী ব্যাখ্যা করতে পারে না  তার জন্য এমন এক থিওরী আনা হয়েছেঃ "#ইনফ্লেশান" যেটা এর ৯৯% ই ব্যাখ্যা করতে সক্ষম :D

আর এই ইনফ্লেশান হয়েছে ঠিক বিগ ব্যাং এর কিছু সময় পুর্বে ... ... এবং অতি দ্রুত ... ... এবং কল্পনাতীত শক্তি নিয়ে যার অর্থঃ ╳ এক #STEP এ #ধাপ করে পুরো মহাবিশ্ব ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে না!!! ╳

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন