► ইলিয়াসী তাবলীগঃ The চিল্লার পার্টি পর্বঃ ২ ◄
প্রচলিত তাবলীগ বা ইলিয়াসী তাবলীগ এর ব্যাপারে কিছু লিখা অতন্ত্য মারাত্মক বিষয়। এটা নিয়ে বাস্তব জীবনেও অনেক কিছু face করেছি। যাই হোক সত্য কিছু দেখানো যাক যারা #অন্ধভাবে এই দলটিকে বিশ্বাস করছেন তাদের জন্য।
►আজ লিখবো আসলে এই দলটি আসলে কিভাবে সে নিয়ে?
প্রথমত, ইলিয়াস স্কান্ধলভী সাহেব তার শেষ জীবনে ভারতের হরিয়ানা প্রদেশের অশিক্ষিত গ্রাম মেওয়াদ গ্রাম থেকে এই তাবলীগ জামাত (চিল্লা) শুরু করেন। আরো মজার একটা তথ্য জানিয়ে রাখি যে, সাধারনত তাবলীগ শুরু হয় কি দিয়ে ... কুর'আন ও সহীহ সুন্নাহ দিয়ে তাই না?? ►কিন্তু আমাদের বিশেষ #চিল্লার পার্টির তাবলীগ এর প্রথম থেকে আজ অবধি শুরু হয়েছে সপ্ন-কিচ্ছা কাহিনী SCI-FI গল্প দিয়ে ... আল্লাহ আমাদের হেফাজাত করুন আমিন।
♦ শুরুটা কিভাবে হল?
এটা তাবলীগের #ইতিহাসে তাদের নিজেদের #বিখ্যাত বয়ান থেকে জানা যায় যে,
একদা জনাব ইলিয়াস সাহেব মসজিদের #নববীতে একবার ঘুমাচ্ছিলেন (কেউ কেউ বলেন জেগেছিলেন) এসময় নাকি রসুল(সঃ) তার সামনে এসে বললেন,
►আর তাদের প্রাথমিক বয়ান থাকেই,
ইলিয়াস সাহেবের সপ্ন-ঘুম, বুজুর্গানে দ্বীনের কিচ্ছা-কাহিনী, বানোয়াট কবর পুজা-মাজার পুজার কথা আর কথিত ওলীদের ভ্রান্তসব ঘটনা।
ইন শা আল্লাহ সামনে এদের প্রাথমিক লক্ষ্য ও দু একটি গাজাখুরি কাহিনী নিয়ে হাজির হব।
«««পর্বঃ ১ _____________________________ পর্বঃ ৩ »»»প্রচলিত তাবলীগ বা ইলিয়াসী তাবলীগ এর ব্যাপারে কিছু লিখা অতন্ত্য মারাত্মক বিষয়। এটা নিয়ে বাস্তব জীবনেও অনেক কিছু face করেছি। যাই হোক সত্য কিছু দেখানো যাক যারা #অন্ধভাবে এই দলটিকে বিশ্বাস করছেন তাদের জন্য।
►আজ লিখবো আসলে এই দলটি আসলে কিভাবে সে নিয়ে?
প্রথমত, ইলিয়াস স্কান্ধলভী সাহেব তার শেষ জীবনে ভারতের হরিয়ানা প্রদেশের অশিক্ষিত গ্রাম মেওয়াদ গ্রাম থেকে এই তাবলীগ জামাত (চিল্লা) শুরু করেন। আরো মজার একটা তথ্য জানিয়ে রাখি যে, সাধারনত তাবলীগ শুরু হয় কি দিয়ে ... কুর'আন ও সহীহ সুন্নাহ দিয়ে তাই না?? ►কিন্তু আমাদের বিশেষ #চিল্লার পার্টির তাবলীগ এর প্রথম থেকে আজ অবধি শুরু হয়েছে সপ্ন-কিচ্ছা কাহিনী SCI-FI গল্প দিয়ে ... আল্লাহ আমাদের হেফাজাত করুন আমিন।
♦ শুরুটা কিভাবে হল?
এটা তাবলীগের #ইতিহাসে তাদের নিজেদের #বিখ্যাত বয়ান থেকে জানা যায় যে,
একদা জনাব ইলিয়াস সাহেব মসজিদের #নববীতে একবার ঘুমাচ্ছিলেন (কেউ কেউ বলেন জেগেছিলেন) এসময় নাকি রসুল(সঃ) তার সামনে এসে বললেন,
►►►"ইলিয়াস তুমি গাফেল না থেকে মদিনায় এভাবে বসে না থেকে ভারতে গিয়ে ইসলাম প্রচার কর ... ... " আরো হাবি জাবি কথা !!◄◄◄
এরপরে মা শা আল্লাহ!! তিনি এসে এই #সপ্নের উপর ভিত্তি করে শুরু করা হল SHORT COURSE ওয়ালা কোটি কোটি নেকিভিত্তিক এক বিদ'আতি তাবলীগ আর যার উপাদান ছিল সব #মুর্খ লোকেরা ... এখন পর্যন্ত সাধারনত যারা কুর'আন সহীহ সুন্নাহ বিষয়ে অজ্ঞ তারাই তাবলীগে বেশি যায়।
►আর তাদের প্রাথমিক বয়ান থাকেই,
ইলিয়াস সাহেবের সপ্ন-ঘুম, বুজুর্গানে দ্বীনের কিচ্ছা-কাহিনী, বানোয়াট কবর পুজা-মাজার পুজার কথা আর কথিত ওলীদের ভ্রান্তসব ঘটনা।
ইন শা আল্লাহ সামনে এদের প্রাথমিক লক্ষ্য ও দু একটি গাজাখুরি কাহিনী নিয়ে হাজির হব।