► ইলিয়াসী তাবলীগঃ The চিল্লার পার্টি পর্বঃ ১ ◄
তাবলীগ একটি গুরুত্বপুর্ন ও ঈমানী দ্বায়িত্বপুর্ন সোয়াবের কাজ। #তাবলীগ এর অর্থঃ "পৌছে দেয়া" অর্থ্যাৎ আল্লাহর বানীকে সর্বস্তরে পৌছে দেয়াই তাবলীগ।
ঐ উপরের শর্ত পুরন হলেই তাবলীগ #সম্ভব তা ছাড়া নয়।
◄ এখন দেখা যাক আমাদের অতি পরিচিত দ্বীনের মেহনতকারী, ফয়েজ হাসিলকারী, বুজুর্গানে দ্বীনের বিশেষ #মুরীদ, বহুত #ফায়দা আছে #বয়ানের বক্তাদের যে "তাবলীগ" তার বিষয়ে কিছু জানা দরকার ... ... ►
♥ #প্রথমত বলে নেই, এই লিখাটি কোন #আঘাত এর উদ্দেশ্যে না বরং সত্যটা জানানোর ও উপলব্ধির জন্য যারা শুনে ও বুঝে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রকৃত #হিদায়াত আছে
এই পর্বে শুধু জানাবো আমাদের সমাজে যে #প্রচলিত চিল্লার পার্টী, #রাস্তায় রাস্তায় দ্বীনের মেহনতকারী যে লেবাসধারী তাবলীগি লোকেরা আছেন তাদের তাবলীগ সঙ্গঠনের পরিচয়।
পরবর্তী পর্বে এদের প্রাথমিক জাহেলি তথ্য নিয়ে ইন শা আল্লাহ পোষ্ট দেয়া হবে। SHARE IT
পর্বঃ ২ »»»
তাবলীগ একটি গুরুত্বপুর্ন ও ঈমানী দ্বায়িত্বপুর্ন সোয়াবের কাজ। #তাবলীগ এর অর্থঃ "পৌছে দেয়া" অর্থ্যাৎ আল্লাহর বানীকে সর্বস্তরে পৌছে দেয়াই তাবলীগ।
♥ তাহলে জানা দরকার তাবলীগের শর্ত কয়টি??
সুরা আল-আছর থেকে আমরা জানি যে এর পুর্বশর্ত ২ টিঃ
♦১. ঈমান আনা নিজে ২. সৎ আমাল করা নিজে
♦তারপরে, ৩. ►তাবলীগ মানে মানুষকে ঐ ঈমান সম্পর্কে জানানো
♦সবার শেষে একটি শর্তঃ ৪. ধৈর্য ধরা নিজে
ঐ উপরের শর্ত পুরন হলেই তাবলীগ #সম্ভব তা ছাড়া নয়।
◄ এখন দেখা যাক আমাদের অতি পরিচিত দ্বীনের মেহনতকারী, ফয়েজ হাসিলকারী, বুজুর্গানে দ্বীনের বিশেষ #মুরীদ, বহুত #ফায়দা আছে #বয়ানের বক্তাদের যে "তাবলীগ" তার বিষয়ে কিছু জানা দরকার ... ... ►
♥ #প্রথমত বলে নেই, এই লিখাটি কোন #আঘাত এর উদ্দেশ্যে না বরং সত্যটা জানানোর ও উপলব্ধির জন্য যারা শুনে ও বুঝে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রকৃত #হিদায়াত আছে
এই পর্বে শুধু জানাবো আমাদের সমাজে যে #প্রচলিত চিল্লার পার্টী, #রাস্তায় রাস্তায় দ্বীনের মেহনতকারী যে লেবাসধারী তাবলীগি লোকেরা আছেন তাদের তাবলীগ সঙ্গঠনের পরিচয়।
♣আসল নামঃ "ইলিয়াসী তাবলীগ"
♣প্রতিষ্ঠাতাঃ "মওলানা ইলিয়াস আল কান্ধলভি"
♣প্রতিষ্ঠা #সালঃ ১৯২৬
♣সিলেবাসঃ ১. ফাযায়েলে আমাল ২. ফাযায়েলে সাদাকাত
[এই দুই বই ছাড়া তারা কুর'আন ও সহীহ হাদিস পড়তে সরাসরি নিষেধ করে এবং কেউ পড়লে তাকে ধমকও পর্যন্ত দেয়]
পরবর্তী পর্বে এদের প্রাথমিক জাহেলি তথ্য নিয়ে ইন শা আল্লাহ পোষ্ট দেয়া হবে। SHARE IT
পর্বঃ ২ »»»