► ইলিয়াসী তাবলীগ পর্বঃ ৭◄

✔✔✔ MUST READ ✘✘✘
► ইলিয়াসী তাবলীগঃ The চিল্লার পার্টি পর্বঃ ৭
গত পর্বের বিশেষ শিরকি কবর-পুজাভিত্তিক ফাজায়েলে আমালের গল্পটি মনে আছে? (এখানে পড়ে নিন)
► এবার সেই গল্পের কিছু ব্যাখ্যা এখন দিচ্ছিঃ

এমন একটি ঘটনা বলছি যেটা আশা করি আপনাকে সঠিক চিন্তা করতে সাহায্য করবে ▓▒░ (আপনি যদি চিল্লার তাবলীগের সাথী হন বা এর অন্ধ ভক্ত হন তাহলে বলব দয়া করে অন্তরকে আল্লাহর নিকট সপে দিয়ে খালেস দিলে লিখা গুলো পড়ুন আল্লাহ আপনাকে রহম করুন আমিন) ░▒▓

নাবি (সঃ) মারা গিয়েছেন #আয়েশা (রঃ) এর ঘরে। আর নাবীগনের দাফনের নিয়ম অনুযায়ী তাকে তার বিছানার #নিচে মাটিতে #কবর দেয়া হয়েছে। মুহাম্মদ (সঃ) মারা যাবার পরে আয়েশা (রঃ) এর ঘরে #চরম দারিদ্রতা #ছিল।
»► এবার আসি মুহাম্মাদ(সঃ) এর নিকট সবচেয়ে (স্ত্রীগনের) #প্রিয় কে ছিলেন?
♥ সহজ উত্তরঃ আয়েশা (রঃ)। আবার দেখি #ব্যাক্তি বিশেষে  সবচেয়ে প্রিয় কে ছিলেন? ♥ সহজ উত্তরঃ আবু বাকর (রঃ)।


✘✘✘ ওহে #চিল্লার ভায়েরা!! একটু #মাথা খাটাও ...
মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মাদ (সঃ) এর কবর সেই সব প্রিয় মানুষের আশে পাশেই এমনকি ঘরের মধ্যেই ছিল। অথচ এমন কোন ইতিহাস পাওয়া যায় না যে,
►রসুল (সঃ) কবর থেকে হাত বের করে তার প্রিয় স্ত্রী আয়েশা (রঃ) কে বাড়িয়ে দিয়েছেন চুমোর জন্য অথবা HANDSHAKE করার জন্য আবু বাকর(রঃ) কে !!! ◄

আর কে না কে #রেফায়ী!! সে কিনা সামান্য দুই লাইন #কবিতা শুনিয়ে মুহাম্মাদ (সঃ) কে কবরে #জীবিত করে #হাতে চুমা পর্যন্ত দিয়ে দিল !!!!!!!!!
________ আল্লাহু আকবার __________
আর সেটা হয়ে গেল বুজুর্গানের #দালীল!! অথচ এটা যে স্পষ্ট #কবর #পুজা সেটা কি মনেও আসলো না ???
ইন শা আল্লাহ এই গল্পের কবর পুজার অংশ আগামী পর্বে দেয়া হবে।


পর্বঃ ৬ ____________________________________________________ পর্বঃ ৮
নবীনতর পূর্বতন