জাহাঙ্গীরনগরে CSE তে এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) প্রোগ্রামে কিভাবে ভর্তি হবেন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) তে আবেদন থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত আদ্যপান্ত কি কি করতে হয় সেটা এই পোস্টে সহজ ভাষায় উপস্থাপন করা হচ্ছে।

প্রথমত, আপনাকে একজন সুপারভাইজার (প্রফেসর) এর সাথে কথা বলতে হবে যে তিনি আপনাকে তার ছাত্র হিসেবে নিবেন কি না। এটা ঠিক হলে তিনি নিজেই একজন কো-সুপারভাইজার এর সুপারিশ করবেন। এই দুইজনের সম্মতিতে আপনি আপার প্রোগ্রাম শুরু করার জন্য প্রাথমিকভাবে বাছাই হবেন।

দ্বিতীয়ত, এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) এর সার্কুলার জানার জন্য নিয়মিত "জাবির ওয়েবসাইটে" নোটিশে চোখ রাখুন। যেহেতু বছরে একবার তারা সার্কুলার দেয় সুতরাং, সে অনুযায়ী আপনি তারিখ দেখে আপনার সুপারভাইজার এর সাথে কথা বলে ভর্তির জন্য একদিন ঠিক করে চলে যাবেন। এমন একদিন আপনি যাওয়ার চেষ্টা করবেন ভর্তির আবেদনের জন্য যেন সেখানে সুপারভাইজার ও কো-সুপারভাইজার সবাই থাকেন। 

তৃতীয়ত, এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) ভর্তির আবেদনের পূর্বে জাবিতে গিয়ে সুপারভাইজার এর সাথে প্রথমে সাক্ষাৎ করে একটি টপিক্স নির্ধারন করবেন যেটির উপরে প্রপোজাল তৈরি করে সেটার উপরেই আপনি এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) করবেন। এক্ষেত্রে, সার্কুলারের বর্নিত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে একটি রিসার্চ প্রোপোজাল বানিয়ে পারলে আবেদনের পূর্বে সুপারভাইজরকে দেখিয়ে আনবেন।


চতুর্থত, প্রোপজালের ব্যাপারে সুপারভাইজার পজিটিভ রিভিউ দিলে আপনি বাকি সব ডকুমেন্ট নিয়ে দুইসেট বানিয়ে নিয়ে যাবেন। সেখানে ১০০০/১৫০০/- টাকা খরচ করে একটি ভর্তিআবেদন ফর্ম পূরন করে ঐ ফর্ম+আপনার ২ কপি প্রোপজাল ডকুমেন্টে সুপারভা

 

পঞ্চমত, মাসখানেক পরে সিলেকশন নোটিশ দিলে আপনি আবার সুপারভাইজারের সাথে কথা বলে একটি সময় নির্ধারন করবেন যেদিন জাবিতে "সুপারভাইজার, কো-সুপারভাইজার, চেয়ারম্যান, ডীন, রেজস্ট্রার অফিসার" এরা থাকবেন। কেননা একই ফর্মে এদের সকলের স্বাক্ষর লাগবে। এই পর্যায়ে যা যা করতে হয়,

  • আপনার সকল অরিজিনাল ডকুমেন্ট ফটোকপি এবং আসলকপি সহ যা যা বলা হবে সব নিয়ে যেতে হবে
  • আপনাকে ভর্তি ফী ছাড়া আরো অতিরক্ত ১০০০০/- (দশ হাজার টাকা) নিয়ে যেতে হবে। এই টাকা বিশেষঃত কোন কোন ডিপারর্টমেন্টে কল্যান তহবীলে জমা দিতে হয়। 
  •  
  •  প্রথমেই এই টাকা জমা দিলে আপনাকে একটি ভর্তিফর্ম দেয়া হবে যা বাংলা ও ইংরেজিতে পূরন করে সেটাতে ক্রমান্বয়েঃ সুপারভাইজার --> কো-সুপারভাইজার --> ডিপার্টমেন্টের প্রধান --> ডীণ এর স্বাক্ষর নিয়ে আসবেন। 
  • এরপরে, সরাসরি রেজিস্ট্রার ভবন(কলা ভবন) এ গিয়ে নিচতলায় উচ্চশিক্ষা-উপবৃত্তি শাখায় একজন অফিসার এর নিকট গিয়ে সকল ডকুমেন্ট+ফর্ম জমা দিলে উনি রেজিস্ট্রেশান করে আপনাকে ভর্তি ফী জমা দিতে অগ্রনী ব্যাংকে পাঠিয়ে দেবেন। 
  • ব্যাংকে আপনি একজন কর্মকর্তার নিকট থেকে ২০/- টাকা দিয়ে বেতন বই কিনে সেখানে যা যা লিখার ভর্তি ফী দেয়ার জণ্যা তা লিখে টাকা জমা দিবেন।
  •  
  • এই ফী দেয়ার পরে বেতন বই নিয়ে পরে আবার রেজিস্ট্রার অফিসে আসলে তিনি অফিসার আপনাকে একটি হলুদ স্লীপ সহ সিনিয়র রেজিস্ট্রার এর নিকট পাঠাবেন যিনি আপনার সকল ডুকমেন্ট চেক করে যদি ঠিক পায় তাহলে স্বাক্ষর করে আপনাকে পুনরায় আগের অফিসারের নিকট পাঠিয়ে দিবেন। এবং এর মাধ্যমে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে

পরবর্তী পর্বে CSE তে এম.ফিল/পিএইচ. ডি (M.Phil/Ph.D) প্রোগ্রামে স্টাডি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হয় তা বলা হবে ইন শা আল্লাহ।

নবীনতর পূর্বতন