Yawning (হাই তোলা) কি কেন?

►Yawning (#হাই তোলা) #শায়তান প্রবেশের এক পথ◄

回 #হাই কেন আসে এ ব্যাপারে অনেক থিওরী আছে যেমনঃ
✔Physiological  থিওরীঃ আমাদের শরীর অতিরিক্ত অক্সিজেন টেনে নেয়ার জন্য।
✔Evolution থিওরীঃ আমাদের পুর্বপুরুষেরা এই রীতিতে কোন কথা বা কাজের গতিবিধি পরিবর্তন করতেন।
✔Boredom থিওরীঃ আমরা ক্লান্ত ও Bore হয়ে গেলে।
✔Brain-Cooling থিওরীঃ আমাদের মস্তিষ্ক বেশ গরম হয়ে যায় তখন ঠান্ডা করার জন্য
回 তবে সবচেয়ে #রহস্যময় বিষয় হলঃ
একজন যদি হাই তোলে তাহলে দেখা যায় তার আসে পাশে অনেকেই হাই তোলে !! কারন কি?
★ সবচেয়ে সম্ভাব্য কারন হলঃ 
এটা Entanglement বা Empathy এর মত কাজ করে।
✥✥✥✥✥✥✥✥ কিন্তু #ইসলাম কি বলে? ✥✥✥✥✥✥✥✥✥✥

♥ সাহীহ বুখারীর হাদিস থেকে পাওয়া যায়ঃ
১. আল্লাহ হাইকে #অপছন্দ করেন
২. হাই তোলা #শায়ত্বনের পক্ষ থেকে
৩. হাই তুললে শায়ত্বন হাসা-হাসি করে
৪. হাই তুললে অবশ্যই মুখে #হাত দিয়ে ঢাকতে হবে।


♥ সাহীহ মুসলিমে হাদিস থেকে পাওয়া যায়ঃ
হাই তুলে মুখ না ঢাকলে মুখ দিয়ে #শায়ত্বন #প্রবেশ করে। বিশেষ করে সলাতের সময় হাই তোলা যাবে না বরং হাত দিয়ে মুখ ঢেকে দিতে হবে হাই আটকাতে হবে।

এই হল আল্লাহর একমাত্র মনোনীত ইসলাম যা সামান্য "হাই" তোলা নিয়েও সুন্দর একটা নিয়ম নীতি বর্ননা করেছে। #আলহামদুলিল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন