রসুল(সঃ) সহীহ হাদিস অনুযায়ী ১ সা' পরিমান (জন প্রতি) ঈদের সলাতে বের হবার পুর্বে #প্রধান খাদ্যদ্রব্য (খেজুর, যব-গম ইত্যাদি) দিয়ে যাকাত আল ফিতর (আমরা যাকে #ফিতরা বলি) আদায় করতে হবে। (সহীহ বুখারীঃ ১৪১৫)
এই ১ সা' কোন ওজন মাপার পদ্ধতি #না বরং এটা একটা নির্দিষ্ট #আয়তনের পাত্র যেটা ভরে ফিতর দিতে হয়... আর এটাই সবার জন্য #ফরজ।
◄ ► #টাকা দিলে ফিতরা আদায় হবে #না কেননা রসুল (সঃ) এর আমলে দিনার-দিরহাম এর #প্রচলন থাকা সত্তেও তিনি ফিতর এর ক্ষেত্রে #শুধু #খাদ্যদ্রব্য দিতে বলেছেন (আমরা যদি এই নির্দেশের বাইরে বেশি বুঝতে যাই তাহলেই বিদ'আত আর পথভ্রষ্টতায় পড়ে যাবো)
আরো বিস্তারিত জানার জন্যঃ