Monogatari [6]: সমাধান



প্রথম জনৈকঃ হে অমুক! অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না?
অমুকঃ বেশী করে তাওবা করো
দ্বিতীয় জনৈকঃ হে অমুক! আমার সন্তান নেই, আমি সন্তানে আগ্রহী?
অমুকঃ বেশী করে তাওবা করো
তৃতীয় জনৈকঃ হে অমুক! আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে?
অমুকঃ বেশী করে তাওবা করো
আশেপাশের সাথীরা অমুককে বললঃ হে অমুক! ৩ জন ৩ ধরনের সমস্যার কথা বলল অথচ আপনি একই উত্তর দিলেন কেন?
অমুকঃ কেননা আল্লাহ বলেছেন
"
আমি(আল্লাহ) বলছি-তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। " [সুরা নূহঃ ১০-১২]
বি.দ্রঃ অমুক = রসূল সঃ এর নাতি "হুসাইন বিন আলী রঃ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন