সহীহ আক্বীদার তালিকা
১. নামাজ কায়েম না করা।-(সরাসরি কাফের)
২. শিরক সম্পর্কে ভয় না থাকা।
-(ঈমানের
দুর্বলতা)
৩. সমস্যা-মুসীবাত দূর করার
জন্য তাগা, বালা, পাথর, রিং,তাবিয,কবচ,সুতা,নকশা ইত্যাদি ব্যবহার করা।-(শিরক)।
৪. এমনি এমনি তাগা, বালা,
পাথর, রিং,তাবিয,কবচ,সুতা,নকশা ইত্যাদি ব্যবহার করা। -(কুফুরী, হারাম)
৫. আল্লাহ ছাড়া অন্যের নামে
জবেহ করা। -(শিরক)
৬. কুর’আন হাদীসের দলিল ব্যতিত ঝাড় ফুঁক করা। -(শিরক)
৭. গাছ, পাথর, কচ্ছপ, কুমির
ইত্যাদি অক্ষমদের কাছে চাওয়া বা বরকত মনে করা। -(শিরক)
৮. এমন কোন জাগায় জবেহ বা
ইবাদাত করা যেখানে শিরক করা হোত।- (শিরক)
৯. আল্লাহ ছড়া অন্য কারো নামে
মানত করা।-(শিরক)
১০. আল্লাহ ব্যতিত অন্যের উপর
ভরসা বা আশ্রয় চাওয়া।- (শিরক)
১১. আল্লাহ ব্যাতিত অন্যের
নিকট দু’আ করা বা সাধ্যাতীত সাহয্য চাওয়া। -(শিরক)
১২. শাফায়াত লাভের আশায়- পীর,হুজুর,ইমামদের
কাছে মুরীদ হওয়া,অন্ধ অনুসরন করা। -(শিরক)
১৩. নেককার বান্দাদের
ব্যাপারে অতিরিক্ত বেশি বাড়াবাড়ি ও তাদের ঊসীলা দেয়া। -(শিরক)
১৪. নাবী-রসুল ও নেককার
বান্দাদের কবরের পাশে ইবাদাত করা। -(শিরক)
১৫. এখানে সেখানে মুর্তি রাখা
ও কোন মুর্তির প্রচলন করা। -(কুফুরী)
১৬. অন্তরে মুর্তি পুজার ভাব
রাখা বা মুর্তি বানানোর ব্যাপারে আনন্দ প্রকাশ করা। - (শিরক)
১৭. বিভিন্ন দিবস পালন,
স্মৃতিস্তম্ভ ও মিনার ইত্যাদিতে যাওয়া, ফুল দেয়া,সম্মান দেখানো। - (শিরক, কুফুরি)
১৮. যাদু করা, শিখা ও যাদুকরদের
সম্মান করা । -(শিরক, কুফুরী)
১৯. গনক,ভবিষৎবক্তাদের কাছে
যাওয়া। -(শিরক)]
২০. কুসংস্কার, অশুভ আলামত
যেমন –[কুকুর ডাকলে মানুষ মারা যায়,হাত চুলকালে টাকা
আসে...ইত্যাদি] বিশ্বাস।- (শিরক)
২১. রাশি,ভাগ্যগননা, সংখ্যায় ভাগ্য নির্নয়,
তারকা-নক্ষত্র দিয়ে ভাগ্য যাচাই। - (শিরক)
২২. অন্যকে ইবাদত এর ক্ষেত্রে
ভয়,লজ্জা করা [মানুষ কি বলবে?? যদি নামাজ পড়ি তাহলে কি চাকুরী থাকবে??, দাড়ি রাখলে
তো অন্যেরা হাসে!!]-(শিরক)
২৩. আল্লাহর আযাব থেকে
নিশ্চিন্ত হওয়া। -(কুফুরী)
২৪. তাক্বদীর এর উপর ভরসা না
করা। -(শিরক)
২৫. রিয়া – লোক দেখানো এবাদাত করা। -(শিরক)