সহীহ আক্বীদার তালিকা
২৬. শুধুমাত্র দুনিয়ার জন্য ও
স্বার্থে কাজ করা [যেমন পড়াশুনা করছি ভালো চাকুরীর জন্য বা মাতাপিতা কে সেবা করছি
কারন সমাজ মেনে চলা দরকার...] - (শিরক)
২৭. হালাল কে হারাম মনে করা অ
হারাম কে হালাল মনে করা। -(শিরক)
২৮. আল্লাহ কে তাঁর দেয়া নাম
বাদে অন্য নামে ডাকা [যেমনঃ “খোদা” বলা]। -(কুফুরী,
হারাম)
২৯. আল্লাহর নামে নাম রাখা [রাব্বি,
রহমান, রকিব, রহিম, গাফফার, খালেক ইত্যাদি]।
- (শিরক)
৩০. আল্লাহ কে সব জাগায় মনে
করা এবং তাকে নিরাকার মনে করা । -(কুফুরী)
৩১. আল্লাহর নিয়ামাত অস্বিকার
করা। [পরীক্ষায় ভালো করার আশায় নামাজ পড়ি কিন্তু পাশ করার পর আর পড়ি না।] - (শিরক)
৩২. আল্লাহ ছাড়া অন্যের নামে
কসম কাটা [আমার মায়ের কসম, কুরানের কসম, নাবীর কসম...]। -(শিরক)
৩৩. আল্লাহর কসম কাটার পর তা
বিশ্বাস না করা। -(কুফুরী)
৩৪. আল্লাহ ও আপনি যা চেয়েছেন
একসাথে বলা। -(শিরক)
৩৫. সময়, বাতাস, প্রকৃতি,
গাছপালা,পানি, বন্যা-দুর্যোগ ইত্যাদি কে গালি দেয়া। -(শিরক)
৩৬. পদবী – মহা বিচারক, মহা জ্ঞানী বা আকবার ইত্যাদি রাখা। -(শিরক)
৩৭. আল্লাহ ও রসুল এর কোন
বিষয় নিয়ে খেল তামাশা করা।– (সরাসরি কাফের)
৩৮. মাজার-কবরে ফুল দেইয়া
শিন্নি, টাকা দেয়া, সম্মান করা, অলী দের ভয় করা ও তাদেরকে অন্ধভাবে মেনে নেয়া। -(শিরক)
৩৯.আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক একথা বলা।-(শিরক)
৪০. আমার দাস-দাসী একথা বলা। -(শিরক)