মিলাদ ও ওরশ এর শিরক বিদ'আত


বিদা’আত-মিলাদ ও ওরশ
ميلاد     মিলাদ এই আরবী শব্দটির অর্থ “জন্ম” বা “BIRTH” এর উৎপত্তি
ওয়ালাদা’ অর্থাৎ ‘সন্তান’ থেকে এসেছে।
একজন সাধারন মানুষও বুঝে যে- “জন্ম” জিনিষটা পড়া, লিখা, খাওয়া বা পালন করা যায় না  
এটা শুধু একটা শব্দ যা দ্বারা কিছু সৃষ্টি হওয়া বোঝায়কুর’আন ও হাদিস এ কোন জাগায় এই
ميلاد-শব্দটি ব্যবহার হয়নি
অথচ আজ এই জামানার কিছু মুসলিমরা জেনে না জেনে এতোটা মুর্খের মতো আচরন করছে যে ব্যাপারটা হাস্যকর হয়ে দাড়িয়েছে।
আজ আমাদের মধ্যে অনেকে এই ميلاد- “মিলাদ” নাকি পড়ছে, আবার পালনও করছে!!!!
এটা চরম মুর্খতা ছাড়া আর কিছুই না। যদি আমরা কুর’আন ও হাদিসের আরবী গুলো অন্তত বুঝে পড়তাম তাহলে এসব নিকৃষ্ট বিদা’আত আজ থাকতো না

 
আরেকটি পরিচিত শব্দ ওরশ”-(عروس)   শীর্ষক কোন শব্দ বা অনুষ্ঠানের

কথা কুরআন, হাদীস, ফিক্বহের কোন বইয়ে পাওয়া যায় না। অভিধানে শব্দটির অর্থ লেখা রয়েছে, নতুন বর-বধূর মধুচন্দ্রিমা বা বাসর রাত্রি উদযাপন।

আজ যারা ওরশ পালন করছে বা মানছে তাদের জেনে রাখা উচিত কেন এই ওরশ??
এই কুফুরী আক্বীদায় যারা বিশ্বাসী তারা জানে না নিজের অজান্তেই তারা আল্লাহর সাথে বেয়াদবী করছেàà ওরশ পালনের মাধ্যমে মৃত পীরদের আল্লাহর সাথে মিলনের দিন হিসেবে এটা পালন করছে [নাউযুবিল্লাহ!!]
▓░▒ওহে মুসলিম!!!▒░▓

একটা সাধারন অর্থ না জানার কারনে আজ আমরা শিরক, কুফুরী আর হারামে লিপ্ত...... কি জবাব দিব যখন আল্লাহ বলবেন, ‘তোমাকে কি চোখ, মুখ, কান, জ্ঞান দেয়া হয়নি?? তুমি এসব করলে কেন??

মনে রাখবেন আল্লাহর রসুল(সঃ) বলেছেনঃ

ইসলামে নতুন বিষয় ঢোকান বিদআত, প্রত্যেক বিদাআত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নাম!!!                [নাসায়ী] 
আরো জানার চেষ্টা করুন জানাতে সাহায্য করুন এবং নিজেকে ও অপরকে জাহান্নাম থেকে বাচাঁতে সাহায্য করুন    আমীন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন