►জান্নাতঃ Conquering the Demo World◄
আজ সকালে যখন ওস্তাদের সবাই কাছে পড়তে গেলাম কথা প্রসংগে "জান্নাত" এর কথা উঠলো। জান্নাত বুঝাটা অনেক কঠিন আর জটিল ...
♥ ওস্তাদ এর কথা অনুযায়ী, "আমরা যাই দেখি, খাই, অনুভব করি এগুলো আসলে DEMO ... আসল স্বাদ, গন্ধ সবই জান্নাতে রয়েছে, ঐটাই আসল Standard From আমাদের শুধু Trial এ রাখা হয়েছে"
♥ শারীয়াতের ভাষায় যদি জান্নাতের কথা বলা যায় তাহলে দেখা যায় যে,
► জান্নাতে ছেলে-মেয়েরা চির তরুণ
► তাদের কোন লোম-দাড়ি-গোফ থাকবে না
► তাদের মৃত্যু নেই, কষ্ট-কান্না-দুখঃ কিছুই নেই
► তারা যা চাইবে তাই পাবে
► ঐখানে সময়কাল অসীম
♥ আরো জটিলভাবে বলতে গেলে,
আমরা এখন যে #মহাবিশ্বে বাস করি সেখানের Physics - Chemistry - Universal Law গুলোর কারনেই সময়কাল, জীবনহ্রাস, নশ্বরতা আর কষ্ট ইত্যাদি দেখা যায়।
♥ অপরদিকে, পরকাল এমন এক মহাবিশ্ব ব্যবস্থা যার Universal Law সম্পুর্ণ আলাদা থাকবে। এটা আল্লাহর জন্য অতি সহজ এবং
সম্ভবত এটাই বড় রকমের হিকমাত এর #Mystery ...