সহীহ আক্বীদা (ঈমান) এর সংক্ষিপ্ত পরিচয়



 সহীহ আক্বীদা (ঈমান) এর সংক্ষিপ্ত পরিচয় - কিতাব

 
ডাউনলোড করতে ছবির উপর বা লিঙ্কে CLICK করুন


সকল প্রশংসা মহান আল্লাহর যিনি জ্বীন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদাতের জন্য, সলাত সালাম বর্ষিত হোক প্রিয় রসূল মুহাম্মাদ এর উপর যাকে পাঠানো হয়েছে সমস্ত দুনিয়ার উপর রহমত স্বরুপ সুরা আলাক্বে মহান আল্লাহ বলেন পড় তোমার রবের নামে তাই প্রত্যেক মুসলিমের উপর দ্বীনের জ্ঞান অর্জন ফরজ আর সর্বপ্রথম জানতে হবে আল্লাহ সম্পর্কে, স্পষ্ট দলিলের ভিত্তিতে কেননা মহান আল্লাহ বলেনঃ

আর মানুষের মধ্যে কতক আল্লাহ সম্পর্কে বিতর্ক করে কোন জ্ঞান ছাড়া, কোন হিদায়াত ছাড়া এবং কোন উজ্জল কিতাব ছাড়া  [সুরা হাজ্জঃ ] 


সঠিক আক্বীদা না জানার জন্য একজন মুসলিমের কোন আমালই আল্লাহর নিকট কবুল হয় নাএই বইটিতে মুসলিম জীবনের জন্য গুরুত্ব্বপূর্ণ কিছু আক্বীদাগত মাসআলা উল্লেখ করা হয়েছে যা জানা একান্ত প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন