Facts of ক্ববরঃ The Final Destination

► Final Destination হিসেবে যেটা পরিচিত সেই ক্ববর সম্পর্কে কিছু তথ্যঃ
১. সর্বপ্রথম ক্ববর বা দাফন এর ঘটনা আসে আদাম(আঃ) এর পুত্র হাবিল-কাবিলের মাধ্যমে
কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে পরে কবর দেয় [সুরা মায়িদাঃ ৩১]
২. ক্ববর দুই প্রকারঃ  ক) লাহদ বা বগলি ক্ববর    খ) শাক্ব বা সিন্ধুকী কবর
৩. আমাদের দেশে সাধারনত শাক্ব ক্ববর খোড়া হয় শক্ত মাটির জন্য। (কিন্তু লাহদ ক্ববর উত্তম)
৪. লাহদ ক্ববরঃ প্রথমে একটি লম্বা গর্ত করে পরে পশ্চিম পাশে আরেকটি গর্ত করা হয়। এখানে প্রথম গর্ত দিয়ে পাশের গর্তে লাশ ঢুকিয়ে দেয়া হয়।
৫. শাক্ব ক্ববরঃ সোজা একটি গর্ত করা হয়। (আমাদের দেশে যেমনটি)
৬. রসুল (সঃ) এর ক্ববর লাহদ ক্ববর। (*সহীহ ইবনে মাজাহঃ ১৫৫৭)