► Final Destination হিসেবে যেটা পরিচিত সেই ক্ববর সম্পর্কে কিছু তথ্যঃ
১. সর্বপ্রথম #ক্ববর বা #দাফন এর ঘটনা আসে আদাম(আঃ) এর পুত্র হাবিল-কাবিলের মাধ্যমে ...
কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে পরে কবর দেয় [সুরা মায়িদাঃ ৩১]
২. ক্ববর #দুই প্রকারঃ ক) #লাহদ বা বগলি ক্ববর খ) #শাক্ব বা সিন্ধুকী কবর
৩. আমাদের দেশে সাধারনত #শাক্ব ক্ববর খোড়া হয় শক্ত মাটির জন্য। (কিন্তু লাহদ ক্ববর #উত্তম)
৪. #লাহদ ক্ববরঃ প্রথমে একটি লম্বা গর্ত করে পরে পশ্চিম পাশে আরেকটি গর্ত করা হয়। এখানে প্রথম গর্ত দিয়ে পাশের গর্তে লাশ ঢুকিয়ে দেয়া হয়।
৫. #শাক্ব ক্ববরঃ সোজা একটি গর্ত করা হয়। (আমাদের দেশে যেমনটি)
৬. রসুল (সঃ) এর ক্ববর লাহদ ক্ববর। (*সহীহ ইবনে মাজাহঃ ১৫৫৭)