একটি ইয়ের সমাপ্তিঃ " তো আমার মামা "

একটি ইয়ের সমাপ্তিঃ  " তো আমার মামা "

পাড়ার মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে হিসেবে পরিচিত ইমন (আসল নাম গোপন রাখলাম) মাঝে মাঝে পাশের মাঠে গিয়ে ক্রিকেট খেলে অন্য সব ছেলেদের সাথে।
অধিকাংশেরই একটা করে "ইয়ে" (GF) আছে বেচার ইমনের নাই। ঠিক এমন দুর্যোগ মুহুর্তে তাদের মাঠের পাশের বড় বিল্ডিঙ্গের ৩ তলায় নতুন ভাড়াটিয়া আসল ... এখনো কোন সমস্যা হয় নাই সমস্যা হল দুইদিন পরে দেখা গেল দর্শক হিসেবে বিল্ডিং এর বারান্দা গ্যালারী থেকে ২ জন নতুন পাব্লিক এর আমদানিঃ

১. সুন্দরী মেয়ে  ২. একটি অবুঝ ৬-৭ বছরের বাচ্চা।

এদিকে ইমনের ব্যাটের বারিতে বল শুধু বার বার ঐ তিনতলায় গমন করে। মেয়ের সাথে বারবার চোখাচোখি হয়। এ দিকে ইমন তো চিত হয়ে কাইত।
এ দেখে সবাই তো চরম উদ্যোমে ব্যাট বল ফিল্ডিং করা শুরু করল। এদিকে ইমনের বুকে দিল ধাক্কা। সবাই মিলে ঠিক করল এই মেয়ের সাথেই তার "#ইয়ে" ঘটিয়ে দিবে at any COST এই মাঠ থেকেই !!
বন্ধুরা তাই বিশাল প্রস্তুতি নিয়ে ইমনের হয়ে একটা "#ইয়েপত্র" লিখে দিল। ইমন তো হাত পা কাপাকাপি অবস্থা। কোন ভাবেই ইমন চিঠি দিতে পারছে না। এমন সময় সে দেখলো ঐ বাসার বাচ্চাটা দোকানে এসেছে। এই সুযোগে সে ধাপ করে বাচ্চাটিকে একটা #লেবেনচুস কিনে হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বললঃ

► "তুমি তোমার #বোনকে এই চিঠিটা দিবা ঠিক আছে!! আর কাউকে দিবা না OK!" ◄

বাচ্চাটাও মনের খুশিতে বাসায় চলে গেল। এর পরে সুদীর্ঘ ১ সপ্তাহ কেটে গেল ... ... ...
.
.
.
.
ইমন এর অবস্থা খারাপ!! ব্যাপার কি?? তাহলে কি আমার প্রস্তাব মেয়েটা #প্রতাখ্যান করল? এসব চিন্তা করে করে সে রাস্তা দিয়ে হাটছে ঠিক ঐ মুহুর্তে তার "#ইয়ে #কন্যা" বাসা থেকে বের হয়ে তার দিকে আসতেছে ... ... ইমন তো যায় যায় অবস্থা।
***********************************
♥মেয়েটা তাকে এসেই জিজ্ঞেস করলঃ "এটা তুমি কি করলা??"
♦ইমনঃ "হা! মানে?"
♥মেয়েঃ "তুমি একটা চিঠি দিছো?? "
♦ইমনঃ "(মনে মনে অনেক ভয়!!) হ্যা কেন আমার কি ভুল হইছে!"
♥মেয়েঃ "তুমি বাসার পিচ্চিটাকে কি বলে চিঠিটা দিছ?"
♦ইমনঃ "কেন! এমি বলছি যে, এই চিঠি কাউকে দিবা না শুধু তোমার বোনকে দিবা OK"

মেয়েঃ "ইসস!! এটা তুমি কি করছ! আরে গাধা ঐ পিচ্চি তো আমার ছোট মামা" ▓
.
.
.
.
এখানেই ইমনের "ইয়ের" সমাপ্তি (original story) ইমন এর কথা আর নাই বললাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন