দুনিয়াবী জ্ঞান দিয়ে কাউকে বিচার করবেন না !!

 দুনিয়াবী জ্ঞান দিয়ে কাউকে বিচার করবেন না !!
♥ভার্সিটির এক স্যার সেমিস্টার শেষে ছাত্র-ছাত্রীদের কাছে JUDGEMENT SURVEY PAPER দিলঃ
"আমি কেমন শিক্ষক (সত্য বলবে)" এই মর্মে একটি জরীপ করার জন্য।

একজনের উঃ হলঃ

" ▓ Dear SIR, মানবজগতে একজন মানুষকে ২ ভাগে ভাগ করা হয়ঃ


১. SECULAR (দুনিয়াবী #নৈতিক) ২. RELIGIOUS ISLAMIC(ধর্মীয় #ইসলামীক)

কেউ শুধু #SECULAR হলে তার জ্ঞান দুনিয়ার সময়ে তার ও মানুষের অনেক কাজে আসে কিন্তু মৃত্যুর পরে সেটা #NULL হয়ে যায়।
েউ যদি #ISLAMIC হয় তাহলে তার ভিতরে AUTOMATIC ভাবে নৈতিকতা চলে আসে এবং তার জ্ঞান ও কাজ দ্বারা দুনিয়ার ও মৃত্যুর পরেও #অটুট থাকে।

♥♥♥ সত্য বলতে কি!! আপনি দুনিয়াবি দিক দিয়ে অনেক মাস্টারমাইন্ডের অধিকারী but ইসলামীক দিক দিয়ে তার ১০% নন (দুখিঃত) তাই আমি আপনাকে ১০০ তে ৫০ দেব ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু ভালো মুসলিম হওয়ার জন্য ১০০ তে হয়ত ৫ পাবেন। "

------------------------------------------------------------
আমার এক প্রিয় #শিক্ষক এর কথা খুব মনে পড়ছে যিনি আমাকে #PHP শেখানোর সময় EPIC একটা কথা বলেছিলেনঃ
► "দুনিয়া 50% আখিরাত 50% ... ... ... দুনিয়ার ৫০% টা এমনভাবে কর যেন সেটা আখিরাতে ১০০% এর ফল দেয় ... ... সেটা হল নিজের জ্ঞান থেলে সাদাকায়ে জারিয়া" ◄

▲▼আফসোসের বিষয় আমাদের সমাজে অনেক #ভালো #মনের মানুষ অনেক জ্ঞান ও সমাজ কল্যান কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে #কিন্তু তারা শিরক করছে, সালাত পড়ছে না এমনকি হারাম ও খাচ্ছে এভাবে দুনিয়ার জ্ঞান দিয়ে যারা JUDGE করে তারাই #বোকা !!

আল্লাহ আমাদের দুনিয়াবী হালাল ও উপকারী জ্ঞান দান করুন আল্লাহ আমাদের ঐ জ্ঞান থেকে হেফাযাত করুন যেই জ্ঞান উপকারে আসে না। আমিন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন