╗▓ কিছু উজবুকীয় কথোপকথন ╗▓
[কারো আঁতে ঘা লাগলে আমি খুশিই হব]
►আমার কিছু বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাস্তব অবস্থা (কথোপকথন)◄
যাদের সাথে কথা হয়েছে বা যাদের এরুপ অবস্থা এখনো চলছে তাদের উদ্দেশ্যে, ভাই!! দোস্ত!! Bro !! এখনো সময় আছে শুধরান আল্লাহর জন্যই শুধু নিজেকে পবিত্র রাখুন। একজনকে " পছন্দ " হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু এর ঠিক পরের ধাপ হল ◄"প্রস্তাবের মাধ্যমে বিয়ে" ► কোন অবৈধ্য সম্পর্কের মাধ্যমে ►যেনা◄ নয়।
আল্লাহ আমাকে - আপনাকে সাহায্য করুন আমিন।
[কারো আঁতে ঘা লাগলে আমি খুশিই হব]
►আমার কিছু বন্ধু-বান্ধব ও পরিচিতদের বাস্তব অবস্থা (কথোপকথন)◄
♥১ম জনঃ দোস্ত !! আমার জন্য দু'আ করিস। আমি "ওর" সাথে জাষ্ট #সম্পর্ক রাখছি তেমন দেখাও হয় না ... ওরে যেন #বিয়ে করতে পারি।
♦আমিঃ (কথা বাইর হচ্ছে না!!) দু'আ করি তোরা ভাইঙ্গাচুইরা আলাদা হইয়্যা যা!!
♥২য় জনঃ ভাই! আমি "ওরে" কুনোদিন ছুইয়্যা দেখি নাই শুধু #মাঝে #মাঝে দেখা হয় এই আর কি ... অন্য সবদের মত #খারাপ কিছুই হয় নাই।
♦আমিঃ (এবারো মুখ দিয়া কিছু বাইর হচ্ছে না!! কান দিয়া বাইর হচ্ছে!!) #ছোয়ার পরে আর খারাপ কিইইই হইতে পারে মাথায় আসিতেছে না??
♥৩য় জনঃ আচ্ছা ভাই! আমি "ওকে" পছন্দ করি এতে কি #সমস্যা আছে? এমনি #কিছুই করি না শুধু ভালোবাসি...
♦আমিঃ না ভাই কুনো prob নাই!! আমার কি!! জাহান্নামে গেলে "ওকে" নিয়া যাইয়েন!!
♥৪র্থ জনঃ (after #ছ্যাকামাইছিন !!) শুনো মাসুদ আমি "ওকে" অনেক ভালোবাসতাম কিন্তু এখন মনে হচ্ছে সব মরিচিকা (আসলে চিকা না ইন্দুর) আসলে "ওর" চেয়ে ভালো একজন আমার জীবনে এনে আমি #ওকে #দেখিয়ে #দিব...
♦আমিঃ "ওর"চেয়ে ভালো!! কস কি!! ভাই তুমি যেরকম চিজ আল্লাহ তোমারে ঐ চিজই দিবো এর চাইতে উত্তম খারাপ চিজও পাইতে পারো কিন্তু উত্তম ভালো না।
♥৫ম জনঃ দেখো মাসুদ আমি "ওকে ইয়ে" করি ওও আমাকে "ইয়ে" করে অন্য মেয়েদের চেয়ে অনেক ভালো "পর্দা (শুধু #বোরকা পড়ে)" করে ভালো না মাসুদ??
♦আমিঃ ঐ সময় আমার উত্তরই বাইর হয় নাই!! একজন পর্দানশীল প্রেমিকা ... ... এমন ক্যাটেগরী ও দুনিয়াতে আছে !! দুই দিন পরে কইবো "ভাই আমি হালাল মদ খাই, এতে prob আছে??!!"
♥৬ষ্ঠ জনঃ মামা! "এই" গুলারে [বিদ্রঃ ভার্সিটির মেয়েদেরকে ইংগিত করে] কে যে বিয়া করব?? আমি তো হুজুর মাইয়্যা খুজমু??
♦আমিঃ কথাটা প্রাথমিক পর্যায়ে সত্য!! বিশেষ কইর্যা #বিখাউজ টাইপের পুলাপাইনদের কাছ থেইক্যা BIO-DATA নিয়া #মেয়ে choice করা উত্তম কেননা এইগুলো অনেক "অমুক অমুক ইয়েদের" নিয়ে wiki-leaks গিরি করে
♥৭ম জনঃ দোস্ত আমরা কি ভালো "বৌ" পামু না? সব কি তগ মত #হুজুরগো ল্যাইগা? বুঝলাম "ইয়ে টিয়ে" করছি তাই বইলা কি কুনো #পথ নাই?
♦আমিঃ তখন বলতে পারি নাই!! এখন বলি... দোস্ত শোন, আল্লাহ একটা কথা বলেছেন,
"#ব্যভিচারী পুরুষ কেবল #ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা #নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক #পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে #হারাম করা হয়েছে।" [সুরা নূরঃ ৩]
যাদের সাথে কথা হয়েছে বা যাদের এরুপ অবস্থা এখনো চলছে তাদের উদ্দেশ্যে, ভাই!! দোস্ত!! Bro !! এখনো সময় আছে শুধরান আল্লাহর জন্যই শুধু নিজেকে পবিত্র রাখুন। একজনকে " পছন্দ " হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু এর ঠিক পরের ধাপ হল ◄"প্রস্তাবের মাধ্যমে বিয়ে" ► কোন অবৈধ্য সম্পর্কের মাধ্যমে ►যেনা◄ নয়।
আল্লাহ আমাকে - আপনাকে সাহায্য করুন আমিন।