আমার কিছু দরকার!!

▓ ► BASIC LAW: আমার কিছু দরকার ◄ ▓

এমন কোন ব্যাক্তি নাই যার দরকার নেই ... সে যেই হোক না কেন  কিন্তু এই প্রয়োজন ভেদে মানুষ ভাবে প্রয়োজন মেটায়ঃ

♦ ১. কেউ কেউ হারাম বা দুর্নীতি করে 
♦ ২. কেউ কেউ মানুষের কাছে চেয়ে বসে
♦ ৩. খুব অল্পরাই আল্লাহর কাছে চায়।



কিন্তু একটা BASIC সুত্র খেয়াল করলে আমরা চাওয়া পাওয়ার ক্ষেত্রটা অনেক #সহজ হয়ে যাবে।
▓ ► একটি হাদিস খেয়াল করিঃ

" ... ... সমস্ত অন্তরই আল্লাহর আঙ্গুলসমুহের মধ্যকার দুটি আঙ্গুলের মাঝখানে রয়েছে । তিনি তা যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন ।" [ ইবনে মাজাহ, তিরমিজি ২০৮৭, সহিহ]

এর মানে আপনি কোন অভাবে পড়েছেন বা কোন সমস্যায় আছেন হয়ত কেউ একজন আপনার উপকারে আসতে পারে ... আপনার ধার দরকার, আপনার নম্বর ভালো দরকার, আপনার প্রচন্ড ক্ষুধা, আপনার কিছু কাজ শিখা দরকার, আপনার কিছু হারিয়ে গেছে, আপনার এমন রোগ যেটা সাড়ানো প্রায় অসম্ভব, আরো হাজারো চাওয়া পাওয়া যেটা আপনি-আমি সবার আগে সরাসরি চাইঃ
► ► ► আব্বা-আম্মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশি, স্যার, নেতা অমুক-তমুক এর কাছে ... ... ◄◄◄
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
♥ অথচ এদের সকলের মন "আল্লাহর ২ আঙ্গুলের মাঝে ▓ (মনে রাখবেন আল্লাহর পাঁচটি আঙ্গুল আছে এবং সেগুলো কারো মত নয়)▓ " সুতরাং তাদের কাছে আগে চাইলে হয়তো তারা আপনাকে ফিরিয়ে দিতেও পারেন কিন্তু যার হাতে "মনটা" রয়েছে সেই রবের কাছে চাইলে নির্ঘাত আপনি পাবেন ইন শা আল্লাহ ...

« কিন্তু শর্ত হলঃ  আপনাকে শিরক-কুফুরী-হারাম ভক্ষন থেকে বেঁচে থাকতে হবে। »
আল্লাহ আমাদের চাওয়াগুলো কে একটু বুঝে চাওয়ার তাওফীক দিন আমিন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন