গীবাতঃ একটি সাধারন ক্ষমার জন্য আবেদন

▓ ★★ গীবাতঃ একটি সাধারন ক্ষমার জন্য আবেদন ★★ ▓
******************************************
আলহামদুলিল্লাহ, ওয়াস্ব সলাতু ওয়াস সলামু আ'লা রসুলিহীল আমিন

♥গীবাত এর #সংজ্ঞা দিচ্ছি দেখি কি বললে #গীবাত হয়ঃ "কেউ কারো সম্পর্কে এমন কথা বলল যেটা ঐ ব্যাক্তির পছন্দ না [যদিও সেটা #সত্য] এটাই গীবাত" [#মুসলিম]

♦গীবাত এর #VIRTUAL রুপঃ গীবাত এমন এক কাজ যেটা #সাগরের পানিতে ফেলে দিলে তা মিশে গিয়ে সাগরের পানিকেও দুষিত করে দিবে।

►গীবাতই এমন একটা পাপ যার কারনে আমাল কাটা যেতে থাকে বোঝা বাড়তে থাকে অথচ সবচেয়ে মজার দুঃসংবাদ আমার-আপনার সবার জন্য ২টিঃ

♠১. আমরা প্রতিদিনই জেনে-না জেনে বুঝে না বুঝে #গীবাত করি ও শুনি
♠২. আর #লজ্জার কারনে কারো কাছে #ক্ষমাও চাইতে পারি না [EGO & SHYNESS]

তাই সবার নিকট #একক ও #সার্বজনীন আকটি আবেদনঃ

▒ #আমার দ্বারা যেকোন ভাবে যেকোন গীবাত এর জন্য সবার নিকট #ক্ষমা চাচ্ছি এবং এটাও বলছি তাদের #পক্ষ থেকে যারা ক্ষমা এখনো #চাননি তাদেরও প্রত্যেকে প্রত্যেককে ক্ষমা করে নিজ ভাই- বোনটিকে জাহান্নাম থেকে বাচিয়ে জান্নাতে যেতে সাহায্য করুন। ▒

♥আল্লাহ আমাদের গীবাত থেকে বাচার তাওফিক দিন ও ক্ষমা করার ও চাওয়ার তাওফীক দিন আমিন। ♥SHARE it to YOUR WALL

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন