Fastest Invisible World ও আমাদের রবের হিকমাত



» #Fastest Invisible World ও আমাদের রবের #হিকমাত «

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আপনার কি মনে হয় সবচেয়ে #দ্রুতগামী বস্তু কোনটিঃ
*রকেট  * জেট বিমান * বুলেট ...। ...। ...।

না! বর্তমান বিজ্ঞানের অবদানে HIGH SPEED ক্যামেরার মাধ্যমে আজ আমরা জানতে পারছি জীব জিগতের মধ্যেও এদের চেয়ে FASTEST অস্তিত্ব আছে আর সেটা কোথায়??


সেটা হল বৃটিশ countryside এ গজিয়ে উঠা কিছু FUNGUS!! এই nasty little FUNGUS জম্মায় ঘোড়ার গোবর থেকে ।


♥♥♥♥ #এদের বৈশিষ্ট কি? আসুন দেখিঃ
******************************************

এদের SPORE ২০km/h speed এ ছুড়ে দিতে পারে এর মানে :O এরা ১ সেকেন্ডে ২০G বল প্রয়োগে সক্ষম  [বুঝতে পারছেন না!! মহাকাশের ASTRONAUT পর্যন্ত HIGHEST সহ্য করতে পারে 4G কেউ 5G বলের মধ্যে পড়ে শেষ!!!]

ক্যামেরাকে 10 thousands times slow করলে আমরা এদের SPORE ছোরার দৃশ্য দেখতে পাবো এর আগে না!

******************************************
??? কিন্তু প্রশ্ন হল #কেন এই সামান্য FUNGUS কে এত বেশি #speed ধরে কাজ করতে হয়???

উঃ কারন এরা #অল্প সময় বাচে এবং গোবরের মাঝে বাচে তাই এদের খুব দ্রুত নিকটবর্তী কোন স্থানে নিজেদের বীজকে ছড়িয়ে দিতে হয় যেন ... ... ... ঐখানে ঘোড়াগুলো মলত্যাগ করে ও আবার দ্রুত গোবর থেকে নিজেরা জম্ম নিতে পারে ............ আরো কঠিন বিষয় হল এদের SPORE গুলো এত হালকা যে বাতাসের বিপরীতে SUPER FAST না হলে spore ছুড়ে দেয়া অসম্ভব ...

একটু ভেবে দেখুন !!আমাদের #রব [একমাত্র রব]  একটা সামান্য #পরজীবির মাঝে এমন এক জ্ঞান দিয়েছেন যেটা তাঁর #হিকমাত ও #সর্বজ্ঞানী এবং এর সাথে সাথে জীব জগতের উপরে কতটা #রহমত সেটাই প্রমান করেছে।

ইনিই আমাদের রব একমাত্র ইলাহ!!   [আল্লাহ রব্বুল আর'শীল আ'জীম]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন