মুর্খ শ্রেনী বিন্যাসের ক্ষেত্রে ২টি জাত


▓ ░ __জাহেলিয়াতের জাহেল শ্রেনী বিন্যাসের ক্ষেত্রে ২টি জাত আছে__░ ▓

♣১. আহবার (শাসক শ্রেণী যারা বাতিলপন্থী)
♣২. রুহবান (সন্ন্যাসী বাতিলপন্থী)


এই আহবার আবার দুই রকমেরঃ

♦১. ঐ সব শাসক যারা নিজেরা হালাল হারাম বানিয়ে জাতির উপর আমভাবে চাপিয়ে দেয়। ( ♥যেমন আমাদের গনতন্ত্র ব্যবস্থায় শাসকেরা দেশে বিভিন্ন শিরকি দিবসে ফুল দেয়া আর কবরে শ্রদ্ধা জানানোর জন্য একটা দিবসকে ছুটি হিসেবে দিয়ে দেয়।)

♦২. ঐ সব ইসলামী পন্ডিত যারা শাসকের অধীনে থেকে (ধর্মমন্ত্রী হিসেবে বা খতিব হিসেবে থেকে) তাদের মনমতো ফতোয়া দেয়া অথবা নিজেরাই আলাদা বিদ'আত করে।
♥For Example - আমাদের দেশের ইসলামী ফাউন্ডেশান অথবা বায়তুল মুকাররমের পন্ডিতেরা অথবা হেফাজতে ইসলাম

আর রুহবানদের কথা বলার বাইরে!! এরা থাকে ধর্ম বৈরাগী-সন্ন্যাসী ঘর বিমুখ জাহেল মুর্খ এক জাত যারা মনমতো ধর্ম মানে আর বিদ'আত করে কারো ধার ধারে না, মানুষের মালগুলো কৌশলে মেরে খায় , বরং আহবারেরাও পর্যন্ত তাদের পা চাটে বা তাদের হুজুর হুজুর করে।
( ♦ যেমন, পীর- ফকীর, খাজা-গাজা বাবা, পোংটা বাবা, বিখ্যাত চিল্লার পার্টি ইলীয়াসী তাবলীগ ইত্যাদি)

আল্লাহ আমাদের এই দুই শ্রেনীকে চিনে তাদের ক্ষতির হাত থেকে হেফাযাত করুন ও আমাদের হিদায়াতের উপর অটল রাখুন আমীণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন