স্বালাত এর সহীহ নিয়ম দেখে শিখুন

★ ☆ ✰ আল্লাহর রহমত‬ কে না পেতে চায় ★ ☆ ✰
এই রহমত পাওয়ার একটি মাধ্যম‬ হল, রসুল (সঃ) এর অনুসরন‬ যেমনটি মহান আল্লাহ বলেনঃ
►"তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়।" ◄ 

(সুরা আলি-ইমরানঃ ১৩২)
♦এবার আসি রসুল (সঃ) এর ‪‎হাদিসেঃ‬
صلوا كما رأيتموني أصلي

♥অর্থঃ ╬╬ তোমরা নামায ও ভাবেই পড়বে যেভাবে আমাকে‬ পড়তে দেখেছ‬ ╬╬

(বুখারি, কিতাবুল আযান: ৬৩১; মেশকাত আরবী ৬৬ পৃঃ; বাংলা আরাফাত পাঃ ২য় খন্ড কিতাবুস সলাহ ৫৮ পৃঃ হাঃ নং ৬৬২; মেশকাত ২য় খন্ড হাঃ ৬৩২)

তাই সহীহ স্বলাত দেখে‬ শিখে‬ রসুল (সঃ) এর অনুসরনের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করুন... ... ...
নিচে সহীহ স্বালাতের একটি সচিত্র‬ পোষ্টার দেয়া হল। আল্লাহ আমাদের স্বলাত গুলো কবুল‬ করুন আমিন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন