বিদ'আত এর লিস্ট



আল্লাহ বলেনঃ    
          كُلُّ  مَنْ عَلَيْهَا فَانٍ       
 অর্থঃ  ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। [সুরা আর-রহমানঃ২৬]
 
রসুল(সঃ) বলেনঃ

إِنَّ أَصْدَقَ الحَْدِيثِ كِتَابُ اللهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الأُمُوْرِ

مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ.

অর্থঃ নিশ্চয়ই সর্বত্তোম বানী আল্লাহর কিতাব এবং সর্বোতম আদর্শ মুহাম্মাদের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো (ইসলামের মধ্যে) নতুন আমাল বা বিষয় ঢোকানো।আর সকল নতুন আবিষ্কৃত বিষয় (যা সাওয়াবের আশায় করা হয় কিন্তু রসুল (সঃ) তা করেন নি বলেন নি) তা বিদা’আত, প্রত্যেক বিদা’আত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম।
[সাহীহ মুসলিম,নাসায়ী]
كُلُّ        অর্থঃ  প্রত্যেক, সব, Every Single matter or things
 যে كُلُّ শব্দ আল্লাহ কুর’আনে ব্যবহার করেছেন সেই একই كُلُّ শব্দ রসুল(সঃ) তার কথায় ব্যবহার করে বলেছেন। এখানে কোন পার্থ্যককারী বিষয় নেই। এখানে নেই কোনঃ বিদা’আতে হাসানা বা বিদা’আতে সায়্যিয়াহ
 
সুতরাং কিছু বিদা’আত হলোঃ

১. ঈদ-ই মিলাদুন্নবী 
২. মিলাদ 
৩. শব-ই বরাত 
৪. শব-ই মেরাজ 
৫. কুর’আন খানি 
৬. মৃত ব্যাক্তির জন্য- কুর’আন পরা, কুলখানি, চল্লিশা, দু’আর আয়োজন, সওয়াব বখশে দেয়া। 
৭. জোরে জোরে চিল্লিয়ে জিকির করা। 
৮. হাল্কায়ে জিকির 
৯. পীর-মুরীদি মানা  
১০.মুখে মুখে উচ্চারক করে নিয়্যাত পড়া। 
১১. ঢিলা কুলুখ নিতে গিয়ে ৪০ বার হাটা, কাশী দেয়া উঠা বসা করা নির্লজ্জতা। ১২.চিল্লা দেয়া 
১৩.এজতেমায় যাওয়া  
১৪. নামাজের পর জামাতের সাথে দু’আ কর।
১৫. কবরে হাত তুলে দূ’আ করা 
১৬.খতমে ইউনুস,তাহলীল,কালিমা, দরুদ পড়া। 
১৭. ১৩০ ফরজ মানা 
১৮.ইলমে তাসাউফ বা সুফীবাদ মানা 
১৯.জন্মদিন,মৃত্যুদিবস,বিবাহবার্ষিকি,ভ্যালেন্টাইন ডে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি দিবস পালন করা। 
২০.অপরের কাছে তাওবা পড়া 
২১. অজুতে ঘাড় মাসেহ করা 
২২.আল্লাহকে “খোদা” বল।
২৩. বাতেনী এলেম বা তাওয়াজ্জুহ মানা। 
২৪.তাবিয-তুমার, পাথরের আংটি,তামার বালা ইত্যাদি পড়া 
২৫. শর্ত ছাড়া যে কাউকে “শহীদ” বলা। 
২৫.বার্ষিক মাহফিলের আয়োজন করে রাতভর ওয়াজ করা। 
২৬. অন্ধভাবে মাজহাব মানা  
২৭. ওরস পালন করা 
২৮. তাসবিহ গুনে গুনে পাঠ করা 
২৯. এমন দু’আ পড়া যা সাহীহ হাদিসে প্রমানিত না যেমনঃ “আস্তাগ ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবুইলাইক লাহাওলা ওয়ালা কুয়াত্তা ইল্লা বিল্লাহি ‘আলিইল ‘আজিম”...ইত্যাদি

আসুন আমাদের আশেপাশে আরো কতক বিদা’আত খুজে বের করে তা থেকে বিরত হই, নিজেদের আমল কে নষ্ট না করে জাহান্নাম থেকে নিজেদের বাঁচাই