শাস্তি ও পরীক্ষা

******************************
▓ ░ ▒ _______ শাস্তি ও পরীক্ষা ________ ░ ▓ ▒
******************************
মহান আল্লাহ বলেনঃ

(#আল্লাহর #শাস্তি) এ কারনে যে, আল্লাহ কোন জাতির উপর যে নি'আমাত দান করেন সেই নি'আমাত ততক্ষন উঠিয়ে নেন না (পরিবর্তন করেন না) যতক্ষন পর্যন্ত সেই জাতি নিজেদের অবস্থা পরিবর্তন না করে, অবশ্যই আল্লাহ মহাশ্রোতা ও মহা জ্ঞানী। (#সুরা #আনফালঃ ৫৩)

আয়াত থেকে কি বুঝা গেল???

১. শুরুতে আল্লাহ সুন্দর ও শান্তি পুর্নভাবে সৃষ্টি করেছেন এবং তাঁর নি'আমাতরাজি চারপাশে বন্টন করে দিয়েছেন হিকমাতের সাথে ...
২. এবার আমাদের খলিফা রুপে পাঠালেন শুধু তাঁরই ইবাদাতের জন্য আর ঐসব নি'আমাত ভোগ করার জন্য...

▒ ▒ ▒ কিন্তু মানুষ জাতি আজকে বিশাল সমস্যায় আছে ... আমি-আপনি সবাই কিছু না কিছু ফিতনা ফ্যাসাদ বিপদে জর্জরিতঃ
হয় কারো চাকুরী নেই তো কারো রোগ লেগেই আছে, কোন দেশে প্রচুর গরম তো কোন দেশে হাড় কাপানো শীত, কেউ টাকা কামিয়েও পারিবারিক অশান্তিতে আছে তো কেউ মানসিক ভাবে অসুস্থ ... নানা ভাবে মনে অশান্তি আর ঝামেলা!
***********************************************************

#শুধু #মনে #হয় "ইসস! আল্লাহ কেন এটা করে না কেন ঐটা করে না কেন আমাকে এটা দেয় না ঐটা কেন আমি পাই না আরো কত আহাজারি" ...
************************************************************

কিন্তু আয়াত থেকে প্রমানিত আপনি আমি আমাদের ভুলের জন্য আল্লাহর দেয়া স্থির নি'আমতগুলো একের পর এক হারাচ্ছি আর শাস্তি আসছে চারদিক থেকে।

একটু ভাবুন!! আপনি

◄#সালাত পড়ছেন না► আপনার
◄অন্তরে #শিরক► আপনি
◄ইসলামকে নিয়ে #মজা করেন►আপনার
◄পায়ের #টাখনুর নিচে প্যান্ট►

আল্লাহ অসহ্য গরম দিয়ে শাস্তি দিচ্ছেন মাঝখান দিয়ে কিছু মুসলিম ভাইয়েরাও এই গরমের কষ্টের পরীক্ষায় পড়ে গিয়েছে
*********************************************************
...আর এটাই হল কাফির মুনাফিকদের জন্য #শাস্তি আর মু'মিনদের জন্য #পরীক্ষা
*********************************************************
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফীক দিন আমাদের মধ্যকার পাপগুলো মোচন করুন আমাদের তার শাস্তি থেকে রক্ষা করুন ও নি'আমাতকে বাড়িয়ে দিন আমীন।