★ ☆ ✰ IQ test: আপনার জ্ঞান কতটুকু ★ ☆ ✰

★ ☆ ✰ IQ test: আপনার জ্ঞান কতটুকু ★ ☆ ✰
★ ☆ ✰★ ☆ ✰★ ☆ ✰★ ☆ ✰★ ☆ ✰★ ☆ ✰★ ☆ ✰

জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ ... এই কথাটা শুনতে শুনতে মুখস্ত হয়েছে ঠিকই কিন্তু মাথায় ঢুকেনি আসলে কি বুঝায় জ্ঞান বলতে??

যে #অর্থে মুসলিমদের বলা হয়েছে জ্ঞান সেটা হলঃ ►"ওয়াহী বা কুর'আনী জ্ঞান"◄ এর মানে একজন মুসলিমকে যে বিষয়ে আগে জানতে হবে (জানা ফরজ) সেটা হল আক্বীদা, ঈমান এর জ্ঞান এটাই প্রাথমিক জ্ঞান এর মুল ভিত্তি__________কিন্তু আমাদের দুনিয়ার অবস্থা হলঃ
▓ "জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞান অর্জনই মুখ্য" ▓ এসব বলে বলে এর আসল অর্থ ঘুরিএ দিয়েছে বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ... এতে একজন ছেলেমেয়েকে তার সমাজ ব্যাবস্থা স্কুল-কলেজে ঢুকিয়ে এমন জ্ঞানই দেন যেটা কুফুরীর পর্যায়ে পড়ে যায়। অথচ এতে মা-বাবার কোন আফসোস নেই।

♥কিন্তু মহান #আল্লাহর দরবারে গিয়ে এই স্কুলের সার্টিফিকেট নিয়ে দেখা করার চান্স নেই। #কবরে ঢুকেই আপনাকে প্রশ্ন করবে আরাবীতেঃ ◄"মান রব্বুকা?"► ... 

 উত্তর দিতে গিয়ে অনেকে আমতা আমতা করবে কারন এরা ঐ টাইপের মুসলিম যারা #হুজুগে ইসলাম চর্চা করে আর গরু খাওয়া, শুধু ঈদের নামাজে মুসলিম ... এদের মুখ দিয়ে কিছু বের হবে না।

♦» তখন ঐ Masters, PHD. আর M.Fill, Doctorate সার্টিফিকেট নিয়া ফেরেশ্তারা মানবে না হাতুড়ির বাড়ি একটাও মাটিতে পরবে না।
তাই সময় থাকতে আমাদের ঈমানের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা জরুরী
ღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღღ

► কিন্তু এর মানে এই না যে দুনিয়াবী জ্ঞান #বৃথা .................. মুসলিম সর্বাবস্থায় #মধ্যম ও #উন্নত আপনাকে আমাকে অবশ্যই #হালাল জ্ঞান নিতে হবে এর দ্বারা নিয়াত রাখতে হবে মানুষের উন্নতি আর আল্লাহর সন্তুষ্টি কেননা দুনিয়াবী জ্ঞান দ্বারা আপনি সাদাকায়ে জারীয়া করবেন যেটা কবরে যাওয়ার পরেও আবিরাম থাকবে ......

♥তাই আমাদের একটা জিনিষ মাথায় রাখতে হবেঃ
দুনিয়াতে অনেক অনেক #উচ্চমর্যাদায় যাওয়ার টার্গেট বা অনেক অনেক দুনিয়াবী জ্ঞান অর্জন করাটা #বোকামী এর চেয়ে ►দ্বীনের◄ ব্যাপারে অনেক অর্জন না করতে পারলেও চেষ্টা করাটা বেশি জরুরি..................
★ ☆ ✰কেননা আপনি অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আবিষ্কারক বা ডেভেলপার ... কিন্তু তারপরেও আপনি বোকা হয়ে যাবেন ঐ আখিরাতের ময়দানে কারন??
★ ☆ ✰কারন আপনি দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানটাই অর্জন করতে ভুলে গেছেন ...

আল্লাহ আমাকে -আপনাকে এই রকম #বোকামির হাত থেকে হেফাযাত করুন আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন