১. এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা দিবস
২. এই দিনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটেছেঃ
»» মুসা (আঃ) ও তার উম্মাতের ফিরাউন থেকে #স্বাধীনতা লাভ৩. এদিনে #সিয়াম পালন করা রসুল (সঃ) এর নির্দেশ
»» নাবী(সঃ) এর নাতি হুসাইন(রাঃ) এর কারবালায় #শহীদ হওয়া
৪. আশুরার আগের দিনেকে বলা হয় #তাসুআ (এ দিনও সিয়াম পালন করা উচিৎ)
৫. আশুরার সিয়াম পালন করলে আল্লাহ পুর্ববর্তী ১ বছরের সকল #সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন।
৬. আশুরার সিয়াম পালনের #কারনঃ মুসা(আঃ) এর মুক্তি ও ফিরাউনের এর ভরাডুবির শুকরিয়া হিসেবে
৭. আশুরার দিবসের মর্যাদার সাথে #কারবালার কোন #সম্পর্ক নেই।
৮. আশুরার দিনের ব্যাপারে দুটি #ভ্রান্ত দল আছেঃ
»» নাসেবিয়াঃ এরা এ দিন (বিদ'আতি) ঈদ পালন করে৯. আল্লাহ মাসেগুলোর মধ্যে যেসব মাসকে #সর্বোত্তম হিসেবে বাছাই করেছেন তার মধ্যে মুহাররম একটি।
»» শিয়াঃ অধিকাংশরা শোক পালন করে নিজেরদের ক্ষত বিক্ষত করে তাজিয়া মিছিল এর নামে মুর্তিপুজা করে।
১০. আশুরা দিনকে নিয়ে #কাফের শিয়ারা সবচেয়ে বেশি বিদ'আতে লিপ্ত থাকে।