Comparison: দাওয়া ১৪০০ এবং ২০০০

Comparison: দাওয়া ১৪০০ এবং ২০০০ 
আলহামদুলিল্লাহ, ওয়াস্ব সলাতু ওয়াস্ব সলামু আ'লা রসুলিল্লাহ।
দ্বীনের দাওয়াত ও নাসীহাত দুটি আলাদা বিষয়।
#দাওয়াঃ অমুসলিমদের দেয়া হয় দালীল এর মাধ্যমে
#নাসীহাতঃ মুসলিমদের দেয়া হয় অন্তরকে নরম ও সংশোধন এর জন্য


✔✔ ১৪০০ বছর আগের দাওয়াটা একবার দেখা যাকঃ
⌦ ১. অধিকাংশরাই মুশরিক ... কিছু দ্বীনে হানিফা ... কিছু আহলে কিতাব ... অনেকেই জাহেল-উম্মী ...
⌦ ২. রসুল (সঃ) যখন কুর'আনের বানী প্রচার শুরু করলেন তখন হয়ে গেল দুই দলঃ 
►কাফের ... মু'মিন◄
⌦৩. মাদীনাতে যখন গেলেন তখন দ্বীনের প্রসার বেশী হওয়ায় আরো একটি স্পেশাল দল হয়ে গেলঃ ► মুনাফিক ◄
⌦ ৪. এবার বিরোধ শুরু সব দলের সাথে তাওহীদ নিয়ে ...  ভালো করে খেয়াল করুন এই নাবি (সঃ)আমলে অসংখ্য যুদ্ধ হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে যদিও বর্তমানের সংখ্যার দিক দিয়ে অনেক কম কিন্তু এই অত্যাচার এর ওজনে অনেক অনেক ভারী।

✖✖ ১৪০০ বছর #পরে আজ #আমাদের দাওয়ার অবস্থাঃ

★ ১. বংশগত মুসলিম ... জাতে মাজহাবি (এর মধ্যে হাজার হাজার ত্বরীকত) ... আমলে বিদ'আতি ... মুশরিক - কাফের (ইসলাম মেনে আবার অমুস্লিম হিসেবেও ) ... ... মুনাফিক (আক্বীদাতে আবার কর্মে) ... ...  আহলে কিতাব (ইয়াহুদি খৃষ্টান) ... ... ইসলামীক দলীয় মুসলিম (হাজার হাজার দল এতে) ... ... আহলে কুর'আন (শুধু কুর'আন মানে হাদিস মানে না)... ...  মিল্লাতে ইবরাহিম (এরা নতুন দল) ... ... জিহাদী পার্টি (এরা জিহাদের পবিত্রতা নষ্ট করেছে) ... ...  সুফীবাদি (শিরকির আখড়া) ... ... এছাড়া রয়েছে আহলল ফাতরা (যাদের নিকট ইসলামের জ্ঞান পৌছায় নাই) ... আরো লাখো দল !!!
★ ২. আগে এইসব দলেই মাথা থেকে BRAINWASH করে জাহেলি মতবাদ গুলো সরাতে হবে তারপরে খালি মাথাতে সহীহ আক্বীদা ঢুকাতে হবে

এটা ভাবতেই চিন্তা অবশ হয়ে আসে ... ... কিন্তু আশার কথা এই যে আমরা যদি নিজেরা ঠিক মত কুর'আন ও সহীহ সুন্নাহ দিয়ে জীবন গড়ি তাহলে ইন শা আল্লাহ অল্প সংখ্যাই দ্বীনের জন্য যথেষ্ট কেননা আল্লাহ তো বলেই দিয়েছেনঃ ►অধিকাংশরাই জাহান্নামে যাবে। ◄

আল্লাহ আমাদের হিদায়াতের উপর অটল রেখে বিনা আযাবে বিনা হিসেবে জান্নাত দান করুন আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন