তাক্বদীর একটি
জটিল ও প্রশ্নবিদ্ধ বিষয় ... আমি আশা করব কেউ এই বিষয়টি নিয়ে বেশি ভাববেন না
(রসুল(সঃ) এর নিষেধাজ্ঞা আছে) কিন্তু এটা নিয়ে সংক্ষিপ্ত কথা বলা দরকার, আল্লাহ
সাহায্য করুন আমিন।
আপনার প্রশ্নঃ আল্লাহ যদি সমস্ত কিছু তাক্বদীর আগেই লাওহে মাহফুজে লিখে রেখেছেন (FIXED) তাহলে আমি কেন খারাপ কাজ করলে দোষ বা আমাকে কেন জাহান্নামে যেতে হবে? সব তো তারঁই নির্দেশে হচ্ছে তাই না?
আমি আপনাকে
উত্তর দিব ৩ ভাবে আসুন দেখি আপনি কোনটিতে সন্তুষ্ট হন সে অনুযায়ী আপনি আপনার ঈমান বুঝতে
পারবেন।
প্রথম উত্তরঃ
আচ্ছা আপনি কি
জানেন আপনার মত এই প্রশ্ন সর্ব প্রথম কে করেছিল?? জেনে রাখুন, ইবলীস এই প্রশ্ন বা
দোষারোপ আল্লাহকে করেছিল সর্বপ্রথম। সে বলেছিল, “হে আল্লাহ! আপনিই তো আমাকে
গোমরাহ করেছেন” । এর মানে আফসোস!! আপনি এই মুহুর্তে “শয়তানের Representative” হিসেবে কাজ করছেন। আশা করি বুঝতে
পেরেছেন ...
এখনো সন্তুষ্ট
নন?? Ok! No problem
আসুন দ্বিতীয়
উত্তরেঃ
মনে রাখবেন, আপনার এই ধারনাটা ভুল যে “আল্লাহ লিখে রেখেছেন বলেই
আমার এটা হচ্ছে” বরং জেনে রাখুন
আসলটা হল, “আপনি এমনটি
করবেন সেটা আলীমুল গায়েব আল্লাহ যিনি সর্বজ্ঞানী সেটা জেনেই লিখে রেখেছেন।” কথাটা কিছুটা উলটো বুঝেছেন
আপনি...
এর পরেও বলি,
আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কাজের ভিত্তিতেই আল্লাহ আপনাকে নিয়ামাত দিয়েছেন এবং
আপনার ভবিষত আল্লাহ দেখেছেন সৃষ্টির সবার আগেই (এটা আল্লাহর কাছে সহজ তাই নয় কি?)
সুতরাং আপনার ব্যাপারে কিছু লিখা আল্লাহর কাছে কোন ব্যাপারই না।
(বিস্তারিত ইন শা আল্লাহ QUANTUM MECHANICS এর latest theory এর মাধ্যমে পরে আমি বুঝিয়ে দেব)
এবার
সন্তুষ্ট?? ............... এখনো হন নি? Ok! কি আর করা আসুন
FINAL ANSWER এঃ
আপনার কি মনে হয়
আল্লাহ কত বড়? (অসীম তাই না?) তার মানে তার হাতও অসীম এবং অবশ্যই তিনি শাইয়িন
ক্বদীর সর্বশক্তিমান এটা ত সবাই জানে... এর মানে আপনি তাক্বদীর নিয়ে প্রশ্ন করেছেন
ভালো কথা কিন্তু এখন উত্তর পেয়ে সন্তুষ্ট হন নাই ...
এবার আপনি মারা গেলেন, কবরে কাহিনী শুরু হল, এরপরে গেলেন হাশরে হিসাব শুরু যেহেতু আপনি তাক্বদীর এর ব্যাপারে আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন না তাই আল্লাহ যদি আপনাকে তার শক্তিশালী হাত দিয়ে টুপ করে জাহান্নামে ফেলে দেন ... কি মনে হয় আপনি কি পারবেন আল্লাহর সাথে oppose/fight করতে??
না কখনোই পারবেন
না ... ... তার মানে আপনার গোড়ামীর কারনে আল্লাহ আপনাকে জাহান্নামে ধাপ করে ফেলে
দিলেও আপনার একটুও ক্ষমতা নেই উঠে আসার তাহলে কেউ ভাই শুধু শুধু এই তাক্বদীর নিয়ে
আল্লাহর উপর প্রশ্ন করে নিজের পাপ বাড়াচ্ছেন। আদাম(আঃ) এর মত চুপ করে থাকুন
আল্লাহর নিকট ক্ষমা চান দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন কেননা আপনি
আল্লাহর সামনে নিজেকে নত করে দিয়েছেন without any Question.
আল্লাহ আমাদের এ
বিষয়টি বুঝার তাওফীক দিন আমীণ।