ঈদ
ই-মিলাদুন্নাবীর ভ্রান্তিবিলাসঃ
একটি গাজাখুরী কাহিনী
ميلاد শব্দটি
মূল শব্দ ولَدَ (সন্তান/বাচ্চা) থেকে আসা। “মিলাদ” অর্থ জম্মদিন/
জম্মবার্ষিকি । (একজন সাধারন মানুষও
বুঝে যে- “জন্ম” জিনিষটা পড়া, লিখা, খাওয়া বা পালন করা যায় না!! কিন্তু
আমাদের দেশে মানুষ মিলাদ পড়ে(!!)) । কুর’আন ও হাদিস এ কোন জাগায় এই ميلاد-শব্দটি ব্যবহার হয়নি।
এবার আসি عید “ঈদ” এর অর্থ একটি পর্ব উৎসব, জমায়েত হয়ে আনন্দ করে পালন
করা।
সুতরাং, ঈদ-ই- মিলাদুন্নাবী হলà নাবী (সঃ) এর জম্মদিন উপলক্ষে ঈদ পালন করা। দুনিয়ার
কোনো ইতিহাসে পাওয়া যায় না যে নাবী (সঃ) নিজে অথবা তাঁর সহাবী (রঃ)-রা বা তাঁর পরবর্তী
তাবে-তাবেয়ীগন বা ইমামগন কোনদিন ঈদ ই মিলাদুন্নাবী পালন করেছেন। এমন কি! কোন সহীহ দালীলেও পাওয়া যায় না যে রসুল (সঃ) এর
জম্ম রবিউল আউয়াল মাসের ১২ তারিখে হয়েছে।
এবার আসুন জানি এই ভ্রান্ত মিলাদের কিছু তথ্যঃ
১. প্রথম প্রচলনঃ ৬০৪ সাল - রবিউল আউয়াল
২. স্থানঃ ইরাকের মুসল নগরী
৩. প্রবর্তকঃ শাসন কর্তা মুজ্জাফ্ফর উদ্দিন কাওকরী
মনে রাখবেন আল্লাহর
রসুল(সঃ) বলেছেনঃ
“ইসলামে নতুন বিষয় ঢোকানো বিদ’আত, প্রত্যেক বিদা’আত পথভ্রষ্টতা, আর
প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নাম!!!” [নাসায়ী]