WOW! I didn’t know That: নতুন বছর



WOW! I didn’t know That: নতুন বছর
প্রথমে কিছুটা ইতিহাস ঘেটে আসি, আমাদের এই ইংরেজী ক্যালেন্ডার-এ নতুন মাসটা কিভাবে এলো? দেখা যাক!!

  • §  জানুয়ারী মাস এসেছে জানুস থেকে – রোমান গড একজন দরজার প্রহরী, এর মুর্তিগুলোতে দেখা যায় বেচারার দুইটা মাথা আছে।  একটা ডানে আরেকটা বামে।

  • §  ৪৬ বি.সি. তে জুলিয়াস সিজার জানুয়ারীর ১ তারিখকে বছরের প্রথম দিন হিসাব করে। (কারণ জানুস হল প্রবেশ এর দরজা)

  • §  মিথোলজিতে এই নতুন বছর এর উদযাপনের ছবি আঁকা আছে এভাবেঃ

“ নতুন বছর আসার আগের রাতে (৩১শে ডিসেম্বার) সব রোমান গড (!) –রা একটা উম্মাদনা (yo yo)টাইপের পার্টি করছে “
এভাবে ঐ বছর থেকে জানুস HIGHER গডের মর্যাদা পেয়ে বিখ্যাত হয়ে গেল, তার নামে বলি পর্যন্ত দেয়া হল। এইভাবে নতুন বছর জানুয়ারী দিয়ে শুরু হয়, আর তার আগের রাতে পার্টি দেয়া এক প্রকার প্রথা হয়ে দাড়িয়েছে। 
 
তাহলে এই idiotic আর কল্পিত প্রথা/রীতিনীতি কাদের??
উত্তরঃ রোমান পেগানদের। আর পেগান কি?-à পেগান হল, অবিশ্বাসবাদিতা, এর মানে এরা কল্পিত কিন্তু মুর্তিকে গড বানিয়ে তার উপর নানা গাজাখুরি কাহিনী বানিয়ে সেটা নিয়মিত গিলে আর পালন করে।
আর সেই ধারাবাহিকতায়, আজ এই একবিংশ শতাব্দিতেও যখন মানুষ জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতিতে রয়েছে সেখানে কতিপয় মানুষের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমান আয়োডিনের অভাবে এই শিরকি-কুফরী-বিদ’আতি-হারম প্রথা-উৎসব পালন করে যাচ্ছে।
প্রথমত এটা একটা শিরকি প্রথা, তার উপরে এটা ইসলামে নেই সুতরাং এটা চরম পর্যায়ের বিদ’আত এবং জাহেলিয়াত।
রসুল (সঃ) বলেছেন, “কোন ব্যাক্তি যদি কোন কওমকে/জাতিকে অনুসরণ করে তাহলে সে তাদেরই একজন”।

নবীনতর পূর্বতন