অভিশাপঃ Breaking the 3rd Wall

অভিশাপঃ Breaking the 3rd Wall ◄
এ বিষয়টা অহরহ আমাদের জীবনে এসে পড়ে কিন্তু এটার নিয়ম কানুন বা দিলে কি হয় বা কিভাবে দিতে হয় সেটা আমাদের অনেকরই জানা নেই।
+++++++++++++Let us See some Facts++++++++++++

◘ অভিশাপ যখন তখন যাকে তাকে দেয়া উচিৎ না
যদি কাউকে অভিশাপ দেয় তাহলে ঐ অভিশাপ সোজা আসমান বরাবর উঠে আসমানে দরজা পর্যন্ত চলে যায়। এরপরে সেটা পৃথীবিতে নেমে আসে একবার ডানে আরেকবার বামে যায় কিন্তু কোথায় যাওয়ার জায়গা পায় না। সবশেষে অভিশাপটা যাকে দেয়া হয়েছে সে যদি আসলেই পাওয়ার যোগ্য হয় তাহলে তার উপর পড়ে, আর না হলে যে অভিশাপ দিয়েছে তার উপর পড়ে।
◘ মু'মিনকে অভিশাপ দেয়া তাকে হত্যা করার সমান
◘ মজলুম (মুসলিম/কাফির) অভিশাপ দিলে সেটা ক্ববুল হবেই হবে।
◘ দু'আ ক্ববুলের সময় একবার কাউকে যদি অভিশাপ দেয়া হয় তাহলে সেটা ক্ববুল হয়ে যাবে।
◘ আমভাবে অভিশাপ দেয়া যাবে (যেমন সুদখোর-ঘুষখোর-ইয়াহুদীদের উপর লা'নাত পড়ুক)
◘ কারো নাম ধরে অভিশাপ দেয়া যাবে না। (বিশেষ ক্ষেত্র ও কারণে দেয়া যেতে পারে)
◘ বেশী বেশী যারা অভিশাপ দেয় তারা কিয়ামাতের দিন সুপারিশকারী ও স্বাক্ষী হতে পারবে না।
◘ জড়বস্তু বা পশু-পাখিদের অভিশাপ দেয়া যাবে না।
সুতরাং, Look Before you Curse.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন