মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এর জিনিষপত্রের প্রদর্শনী

মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এর জিনিষপত্রের প্রদর্শনী 

RAF একটি ইসলামিক মানবতামূলক কার্যক্রমের একটি প্রতিষ্ঠান। এ বছর রমাদ্বান উপলক্ষ্যে তারা ক্বাতার এর দোহারের কালচারাল সেন্টারে রসুল সঃ এর প্রাত্যহিক ও যুদ্ধের সরঞ্জাম-জিনিষপত্র ও মক্কা-মাদীনার প্রাচীন আর্কিটেক্ট এর প্রদর্শনী করছে। একই সময়ে তুরষ্কের টোপকাপি প্যালেসেও মুহাম্মাদ সঃ এর কামিস (জামা) প্রদর্শণী চলেছে।
সেই ঐতিহাসিক জিনিষপত্রের একটি চুম্বক অংশ ছবির গ্যালারির মাধ্যমে এখানে দেখানো হলঃ



















তুরষ্ক টোকাপি প্যালেসঃ



 বিদ্রঃ মনে রাখতে হবে যে, এসব জিনিষ (RELICS) শুধুমাত্র ইতিহাসের কিছু অংশ বিশেষ। এর দ্বারা কোন বারকাত, সাওয়াব, ইসলামের কোন বিষয় নতুন প্রচলণ করা নিষিদ্ধ।  
নবীনতর পূর্বতন