►প্রশ্ন-উত্তরঃ Ultimate Question◄
♦ লোকদের প্রশ্ন করা হলোঃ
+++ বাঙ্গালি/ইংরেজ/আরবিয়ান/চাইনিজ/রাশিয়ান জাতির সংস্কৃতি ও আইন আগে নাকি ইসলামিক/হিন্দুয়ানী/জিয়নিষ্ট ধর্মীয় সংস্কৃতি ও আইন আগে?+++
○ প্রথমেই যেটা মাথায় আসবে "ভাই ধর্ম এক জিনিষ আর বংশ জাতি আরেক জিনিষ"
♦ OK, প্রশ্নটা যদি এভাবে করিঃ
+++আপনার সৃষ্টিকর্তা ধর্মীয় আইনের উপর বিচার করবেন নাকি দেশ-জাতির আইনের উপর বিচার করবেন?+++
○ এবার উত্তরটা যদিও সহজ কিন্তু উত্তর দিতে মনের মধ্যে ব্যাপক একটা সত্য-মিথ্যার যুদ্ধ শুরু হয়ে যাবে।
প্রত্যেক ধর্মেই মৃত্যুর পরে বিচার-স্বর্গ-নরক টাইপের কিছু আছে সেটা সবাই বিশ্বাস করে।
◘ বিচারের দিনে সৃষ্টিকর্তা প্রশ্ন করতে পারেন যে
"হে অমুক! আমার ধর্ম অনুযায়ী মুর্তিপূজা করা ও বানানো নিষেধ/ছেলে-মেয়ের অবৈধ প্রেম/গান বাজনা পাপ- তাহলে কেন তুমি এটা করলে?"
◘ কিন্তু সৃষ্টিকর্তা এটা বলবেন না যে
"হে অমুক! তুমি কেন পহেলা বৈশাখ/ভ্যালেন্টাইন ডে/অমুক দিবস/জম্ম-মৃত্যুদিন/থার্টি ফার্ষ্ট নাইট/পিকনিক ব্লা-ব্লা পালন করলা না?"
বরং ঐ সকল ফালতু মনগড়া উৎসব পালন করতে গিয়ে সবাই আরো বেশী ধর্ম বিরোধী কাজ করে ফেলে। তখন আসল প্রশ্নের জবাব দিতে গিয়েই হিমশিম খেতে হবে।
কথাগুলো সত্য কিন্তু কেন জানি কান শুনতে চায় না মন মেনে নিতে চায় না ...
♥ একটা আয়াত বলা যেতে পারেঃ
"তারা (জাহান্নামীরা) আরো বলবে, ‘আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দা হতাম না।" (সূরা মুলকঃ ১০)