Monogatari [11]: ফ্যাশান



বিখ্যাত এক শহরে আসছেন জনৈক ব্যাক্তি। শহরের দরজার প্রায় কাছে তিনি এসেই পড়েছেন ...
জনৈকের গায়ে ১০+ তালি মারা জামা, ধূলিময় জুতা পড়ে হাতে উটের দড়ি ধরে হেটে হেটে আসছেন ... ... উটে বসে আছে আরেক জনৈক।
এ দেখে শহরে ঢুকার সময় একজন তাড়াতাড়ি বের হয়ে এসে জনৈককে বললঃ "হে অমুক! আমরা এমন এক জায়গায় আছি যেখানকার মানুষজন চাকচিক্য পছন্দ করে, তারা মানুষের বাহ্যিক সৌন্দর্য্য দেখে মানুষকে বিচার করে, সম্মান করে তাই আপনি যদি একটু ভালো পোষাক পড়তেন তাহলে তা খুবই উত্তম হতো"
জনৈক রেগে ঐ লোকের বুকে বাড়ি দিয়ে বললেনঃ "আমি তোমার কাছ থেকে এই কথা আশা করি নাই ... ... আমরা হচ্ছি সেই জাতি যাদের আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন, আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোন উপায়ে সম্মান খুজি তাহলে আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন।"
শিক্ষাঃ পোশাক-সম্পদ-চাকচিক্য কোন মানদন্ড না.........
বি.দ্রঃ জনৈক = উমার রঃ + আরেক জনৈক = উমার রঃ এর চাকর
একজন = আবু উবাইদা ইবনুল জাররাহ রঃ + রাজ্য = জেরুজালেম



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন