Monogatari [12]: গোপন



জনৈক ব্যাক্তি এক মধ্যরাতে ঘুরতে ঘুরতে এক ঘরের সামনে উজ্জ্বল আলো দেখলেন। তিনি ঘরের উঠানে ঢুকে পড়লেন ... ... দেখলেন একজন বুড় লোক হাতে মদের গ্লাস নিয়ে বসে বসে নর্তকীর নাচ-গান দেখছে।
.....................
এ দেখে জনৈক রেগেমেগে অস্থির ......................
জনৈকঃ আমি এর বুড়োর চাইতে খারাপ লোক আর দেখি নাই!!! মৃত্যু তার এত কাছে অথচ সে মদ খেয়ে কঠিন পাপ করছে!!
বুড়োঃ হে অমুক! আমি যেটা করছি সেটা অবশ্যই খারাপ ... কিন্তু! আপনি যে আমার পিছনে গোয়েন্দাগিরি করলেন সেটাতো আরো বড় পাপ ... ইসলামে তো এটা নিষেধ আছে।
জনৈক নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেলেন।
এদিকে ঐ বুড়ো লোকটা ঐ জনৈকের ধারে কাছেই আর আসে না লজ্জায়!
কিন্তু একদিন হঠাৎ বুড়োটা জনৈকের এক মিটিংয়ে এসে পড়লো ...
তখন জনৈক ঐ বুড়োকে ডেকে কানে কানে বললঃ "শোনো! আল্লাহর কসম, ঐ দিন আমি যা কিছু দেখেছি তা কাউকে বলি নাই। এমনকি আমার সাথের জনকেও না"
বুড়োটাও জনৈকের কানে কানে বললঃ "হে অমুক! আল্লাহর কসম, আমিও ঐ দিনের পর থেকে এ পর্যন্ত ঐ পাপ আর ২য়বার করি নাই"
জনৈক এটা শুনে খুশিতে "আল্লাহু আকবার" বলে উঠলেন
কিন্তু এই গোপন বিষয়টা আর কেউই জানতে পারেনি তখন।
বি.দ্রঃ জনৈক = উমার রঃ +  সাথের জন = আব্দুল্লাহ ইবনে মাস'উদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন