Monogatari [15]: জোর



একবার কোন এক কাজে দুপুরের দিকে আমার এক আন্টির সাথে আম্মু মিরপুরের একজন নেতা #Xlas_Mlla (নামটা হালকা ডিকোড দিলাম) এর বাসায় গেলো।
অনেকেই তাদের আলিশান বাসার ড্রয়িং রুমে বসে থাকে লাইন ধরে বিভিন্ন কাজে।
হঠাৎ আম্মু দূর থেকে একটা ১৩-১৪ বছরের মেয়েকে দেখলো গাট্টুগুট্টু একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে মলিন মুখে বসে আছে। বাচ্চার মা জনাব X এর আত্মীয় ঘুমাচ্ছেন ভিতরে। তেনারা সারাদিন ঘুমায় আর কাজের লোকেরা সব কিছু করে।
আম্মু জিজ্ঞেস করল, কি, মুখ এরকম শুকনা কেন? সকাল থেকে কিছু খাও নাই?”
মেয়েটি আস্তে বলল, না!” (সকাল থেকে বাচ্চা নিয়ে পড়ে আছে কিন্তু ওর খাবারের কোন খবরই নেই)
আম্মু জিজ্ঞাসা করল, কেন কাজ কর এখানে?”
মেয়েটা বলল, আমি কাজ করতে চাই নাই, আমি তো পড়তাম। ওনারা আমাদের গ্রামের বইলা আমারে গ্রাম থেইকা ধইরা আনছে কামের লাইগা
সমস্যা হল ঐখানে আরো ৪-৫ জন কাজের মানুষ আছে যাদের অবস্থা বড়ই করুন এদের খাবার ঠিকমত জোটে না বললেই চলে এভাবে জোর করে ধরে নিয়ে বাধ্য করা হয় কাজের জন্য।
অথচ এরা নির্বাচনের সময় জনগনের মুখে পোলাও-বিরিয়ানী-গোশত তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুখে ফেনা তুলে ফেলে।
তারা হয়ত ভুলে গেছে তারা একদিন মরবে এবং ঐ বাসার কাজের মানুষটার জন্যই হয়ত তার জন্য আগুন অপেক্ষা করছে। এসব লোকদের উপর আল্লাহর লানাত পড়ুক আমীন।