অনেকদিন ধরে বৃষ্টি
হচ্ছে না... দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকজন জনৈকের কাছে এসে বললঃ হে জনৈক! আল্লাহর কাছে বৃষ্টির
জন্য দু'আ করুন।
জনৈক ৭০ হাজার লোক নিয়ে এক ময়দানে এসে দু'আ করলেন।
................. কিন্তু কোন লাভ হলো না .........................
জনৈক আশ্চর্য হয়ে আল্লাহর নিকট এর কারণ জানতে চাইলেন।
আল্লাহ জানালেন যে "৭০ হাজারের মধ্যে এমন ১ লোক আছে যে ৪০ বছর ধরে গোপনে পাপ করেই চলেছে। মানুষকে বলে দাও যে ঐ লোক যেন এই সমাজ থেকে বের হয়ে যায়, না হলে বৃষ্টি হবে না"
.......... জনৈক সবাইকে ঘোষনা দিয়ে দিলেন ... কিন্তু ...
ঐ পাপী ব্যাক্তি আশে পাশে তাকিয়ে দেখলো কেউই বের হচ্ছে না এদিকে ঐ পাপী ব্যাক্তিও লজ্জায় বের হচ্ছে না কেননা সবাই তাহলে তাকে ঘৃনা করবে হাসবে। তখন ঐ লোক,
মুখ চাদর দিয়ে ঢেকে আল্লাহকে বললঃ হে আল্লাহ! ৪০ বছর ধরে আমি পাপ করেছি, তুমি কত দয়ালু যে আমাকে সুযোগ দিয়েছো। এখন আমি অন্তর থেকে তাওবা করছি তুমি আমাকে এই অপমান থেকে বাচাঁও।
........................ তখনই বৃষ্টি শুরু হয়ে গেলো..........................
► জনৈক অবাক হয়ে বললঃ কিভাবে বৃষ্টি হচ্ছে অথচ ঐ লোক এখনো সবার সামনে থেকে বেরই হয়নি?
◘ আল্লাহ জানিয়ে দিলেন যে "ঐ লোক তাওবা করেছে"
► জনৈকঃ হে আল্লাহ! আমি কি লোককে দেখতে পারি?
♥ আল্লাহ বললেন যে, "হে জনৈক! যখন সে পাপ করেছিলো তখনই আমি তাকে প্রকাশ্যে অপমান করি নাই আর এখন সে আমার অনুগত হয়েছে এখন কিভাবে আমি তাকে লজ্জা দিবো!"
জনৈক ৭০ হাজার লোক নিয়ে এক ময়দানে এসে দু'আ করলেন।
................. কিন্তু কোন লাভ হলো না .........................
জনৈক আশ্চর্য হয়ে আল্লাহর নিকট এর কারণ জানতে চাইলেন।
আল্লাহ জানালেন যে "৭০ হাজারের মধ্যে এমন ১ লোক আছে যে ৪০ বছর ধরে গোপনে পাপ করেই চলেছে। মানুষকে বলে দাও যে ঐ লোক যেন এই সমাজ থেকে বের হয়ে যায়, না হলে বৃষ্টি হবে না"
.......... জনৈক সবাইকে ঘোষনা দিয়ে দিলেন ... কিন্তু ...
ঐ পাপী ব্যাক্তি আশে পাশে তাকিয়ে দেখলো কেউই বের হচ্ছে না এদিকে ঐ পাপী ব্যাক্তিও লজ্জায় বের হচ্ছে না কেননা সবাই তাহলে তাকে ঘৃনা করবে হাসবে। তখন ঐ লোক,
মুখ চাদর দিয়ে ঢেকে আল্লাহকে বললঃ হে আল্লাহ! ৪০ বছর ধরে আমি পাপ করেছি, তুমি কত দয়ালু যে আমাকে সুযোগ দিয়েছো। এখন আমি অন্তর থেকে তাওবা করছি তুমি আমাকে এই অপমান থেকে বাচাঁও।
........................ তখনই বৃষ্টি শুরু হয়ে গেলো..........................
► জনৈক অবাক হয়ে বললঃ কিভাবে বৃষ্টি হচ্ছে অথচ ঐ লোক এখনো সবার সামনে থেকে বেরই হয়নি?
◘ আল্লাহ জানিয়ে দিলেন যে "ঐ লোক তাওবা করেছে"
► জনৈকঃ হে আল্লাহ! আমি কি লোককে দেখতে পারি?
♥ আল্লাহ বললেন যে, "হে জনৈক! যখন সে পাপ করেছিলো তখনই আমি তাকে প্রকাশ্যে অপমান করি নাই আর এখন সে আমার অনুগত হয়েছে এখন কিভাবে আমি তাকে লজ্জা দিবো!"
♥ বি.দ্রঃ জনৈক =
মূসা আঃ