Monogatari [18]: ভাগ



জনৈকের কাছে এক ব্যাক্তি এসে বললঃ "হে অমুক! আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো - প্রতিবেশীর সাথে অনুগ্রহ করো - তাদের সাহায্য করো"।
জনৈকঃ তুমি কে? আমি তোমাকে তো চিনি না!
ব্যাক্তিঃ জনাব! আমি তোমার দাদা আদম আঃ এর সন্তান।
জনৈক ঐ ব্যাক্তিকে ১ দিরহাম (১টি রূপার মুদ্রা) দিলেন।
ব্যাক্তিঃ হে অমুক! মাত্র ১ দিরহাম দিয়ে কি করবো?
জনৈকঃ দেখ! আমি তোমাকে তাও ১ দিরহাম দান করেছি। যদিও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার দাদার সমস্ত সন্তানকে দান করি তাহলে তোমার ভাগ্যে একটা গমের দানাও জুটবে না।
তখন ঐ ব্যাক্তি জনৈকের জন্য দু'আ করতে করতে চলে গেলো

বি.দ্রঃ জনৈক = ওয়াসেক বিল্লাহ
 
 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন