Monogatari [19]: বাচ্চা



জনৈক গভর্নর রাস্তা দিয়ে যাওয়ার পথে এক বাচ্চাকে দেখলেন।
গভর্নরঃ [বাচ্চাকে] তুমি কি ক্বুর'আন পড়তে পারো?
বাচ্চাঃ হ্যা!
গভর্নরঃ একটু পড়তো ...
বাচ্চাঃ إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا [সূরা ফাতহঃ ১]
ঐ মুহুর্তে ঐ আয়াতটা গভর্নরের খুবই ভালো লাগলো... তাই তিনি বাচ্চাকে ১ দিনার (১টি স্বনমুদ্রা) উপহার দিলো ... কিন্তু বাচ্চাটা নিতে চাইলো না।
বাচ্চাঃ আমার ভয় হচ্ছে যে আমার আব্বা আমাকে মারবে!!
গভর্নরঃ তুমি বলবে যে "এই দিনার গভর্নর দিয়েছে"
বাচ্চাঃ আমার আব্বা আমার কথা বিশ্বাস করবে না।
গভর্নরঃ কেন?
বাচ্চাঃ [কিছুক্ষন চুপ থাকার পরে] কারন, মাত্র ১ দিনার কোন গভর্নরের মত ব্যাক্তির উপহার হয় না।
গভর্নর এই কথা শুনে হেসে দিলো ... আর ঐ বাচ্চাকে ১০০ দিনার উপহার দিয়ে দিলো।
বি.দ্রঃ গভর্নর = হেজাজ এর গভর্নর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন