Monogatari [23]: চাওয়া



এক গরীব লোক জনৈকের কাছে গিয়ে বললঃ
"হে জনৈক! আমি হাজ্জ করতে চাই"
জনৈকঃ মক্কার রাস্তা ধরে হেটে চলে যাও।
লোকঃ ঠিক আছে! কিন্তু আমি অক্ষম, ক্লান্ত হয়ে পড়ি।
জনৈকঃ তাহলে তুমি একদিন সফর করবে আর এক দিন বিশ্রাম নিবে।
লোকঃ আমার কাছে এতো টাকা নেই যে বাহন কিনবো
জনৈকঃ যেহেতু তুমি গরীব মানুষ তাই তোমার উপর হাজ্জ ফরজ হয়নি।
লোকঃ হে জনৈক! আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি ... ফতোয়া চাইতে আসিনি।
তখন জনৈক হেসে দিলো এবং তাকে ৫০০০ দিরহাম দিয়ে দিলো।
বি.দ্রঃ জনৈক = উমার ইবনে হুবাইরা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন