একজন মাজূসী (আগুন পূজারী) মারা গেছে ... সে অনেক ঋনগ্রস্ত
ছিলো।
এদিকে যারা ধার দিয়েছিলো তারা এসে ঐ লোকের ছেলেকে তাগাদা
দিতে লাগলো।
►
লোকেরাঃ তুমি তোমার বাড়ি বিক্রি করে ঐ টাকা দিয়ে ধার পরিশোধ করো
◘
ছেলেঃ আচ্ছা! ধরো, আমি এই
বাড়ি বিক্রি করে আমার বাবার সব ধার পরিশোধ করলাম- তাহলে কি আমার বাবা জান্নাতে
যাবে?
►
লোকেরাঃ না, যাবে
না।
◘
ছেলেঃ তাহলে আমার বাবাকে জাহান্নামে এবং আমাকে আমার বাড়িতে থাকতে
দিন। তাকে আগুনে জ্বলতে দাও আর আমাকে ঘরে আরাম করে থাকতে দাও।