একজন বেদুইন অনেক দিন
ধরে একজন আলেমের হাদিসের ক্লাশ করত। পড়াশুনা শেষে একদিন ঐ বেদুইন তার নিজ দেশে
ফিরে যাবে ...
◘আলেমঃ আচ্ছা! তুমি এতদিন আমার ক্লাশ করেছো। এখন বলতো, আমার পড়ানো হাদিসের মধ্যে সবচেয়ে পছন্দনীয় হাদিস কোনটি ছিলো?
♦ বেদুইনঃ শুধু ৩ টি হাদিস
◘ আলেমঃ কোন ৩ টি?
♦ বেদুইনঃ প্রথম, রসূল সঃ মিষ্টি ও মধু পছন্দ করতেন
----------- দ্বিতীয়, যখন রাতের খাবার তৈরি হয়ে যাবে আর যদি তখন সলাতের সময় এসে যায় তাহলে প্রথমে খাবার খেয়ে নাও।
----------- তৃতীয়, সফরের অবস্থায় সিয়াম রাখা সওয়াবের কাজ না।
◘আলেমঃ আচ্ছা! তুমি এতদিন আমার ক্লাশ করেছো। এখন বলতো, আমার পড়ানো হাদিসের মধ্যে সবচেয়ে পছন্দনীয় হাদিস কোনটি ছিলো?
♦ বেদুইনঃ শুধু ৩ টি হাদিস
◘ আলেমঃ কোন ৩ টি?
♦ বেদুইনঃ প্রথম, রসূল সঃ মিষ্টি ও মধু পছন্দ করতেন
----------- দ্বিতীয়, যখন রাতের খাবার তৈরি হয়ে যাবে আর যদি তখন সলাতের সময় এসে যায় তাহলে প্রথমে খাবার খেয়ে নাও।
----------- তৃতীয়, সফরের অবস্থায় সিয়াম রাখা সওয়াবের কাজ না।
♥ বি.দ্রঃ আলেম = ইমাম সুফিয়ান বিন উয়াইনা