Monogatari [3]: ২১ চুরি



চোর হাজির করা হলো ... বেচারা খলীফার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে
চোরঃ হে খলীফা! দয়া করুন, আমি এর আগে কখনোই চুরি করি নাই।
খলীফাঃ তুমি মিথ্যা বলছ। আল্লাহর কসম! আল্লাহ মু'মিনকে প্রথম অপরাধের জন্য কখনোই শাস্তি দেন না।
এরপরে হাত কাটা হলো। জনৈক ব্যাক্তি ঐ চোরর কাছে গেলেন।
জনৈকঃ "তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি! তুমি কতবার চুরি করেছো?"
চোরঃ ২১ বার
বি.দ্রঃ খলীফা = উমার রঃ + জনৈক = আলী রঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন